কলকাতা, 29 অক্টোবর : গুলিবিদ্ধ হয়ে মৃত বাগনানের BJP নেতা কিংকর মাঝি COVID-19-এ আক্রান্ত হওয়ায়, আজ তাঁর দেহের পোস্টমর্টেম করা হবে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । গতকাল বিকালে এই হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ।
অষ্টমীর রাতে বাগনানের চন্দনপাড়া গ্রামে কিংকর মাঝি নামে BJP-র এই নেতাকে দুষ্কৃতীরা গুলি করে । তাঁর পেটে গুলি লাগে । খুব কাছ থেকে গুলি করা হয়েছিল । তাঁকে জখম অবস্থায় প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে কলকাতার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । এখানে অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । গতকাল বিকালেই তাঁর মৃত্যু হয় ।
NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, অষ্টমীতে গভীর রাতে গুরুতর জখম অবস্থায় তাঁকে এই হাসপাতালে ভরতি করা হয়েছিল । রাখা হয়েছিল CCU-তে । সেই সময় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে দেখা যায় তাঁর COVID-19 নেগেটিভ রয়েছে । এরপর COVID-19-এর কিছু উপসর্গ দেখা দেওয়ায় RT PCR পদ্ধতিতে তাঁর COVID-19 টেস্ট করা হয় । সেই টেস্টের রিপোর্টে জানা যায় তিনি COVID-19 পজ়িটিভ । এরপর গত মঙ্গলবার তাঁকে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের COVID-19 রোগীদের জন্য চালু CCU-তে স্থানান্তরিত করা হয় । গতকাল বিকালে সেখানেই তাঁর মৃত্যু হয় ।
NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, কিংকর মাঝি COVID-19-এ আক্রান্ত হওয়ায়, প্রোটোকল অনুযায়ী তাঁর মৃতদেহের সৎকার করবে প্রশাসন ৷ তবে, সৎকার করার আগে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে ।