কলকাতা, 2 জানুয়ারি: এসএসসি-র নম্বর বিভ্রাটের কারণেই ববিতা সরকারের চাকরি হয়েছিল (Babita Sarkar Gets Job in SSC Number Outage) ৷ এই অভিযোগে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বেঞ্চে মামলার শুনানি হবে ৷ অভিযোগ, এসএসসি চেয়ারম্যান এবং সচিব আদালতে ববিতা সরকারের যে অ্যাকাডেমিক নম্বর দিয়েছিলেন তা ভুল ছিল ৷
প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন কোচবিহারের ববিতা সরকার ৷ বেআইনি নিয়োগের অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ৷ একাদশ-দ্বাদশের শিক্ষিকা হিসেবে সেই জায়গায় চাকরি পান মামলাকারী ববিতা সরকার ৷ তাঁর সেই চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে সাম্প্রতিককালে ৷ জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের ভুলে ববিতা সরকারের নম্বর 31-র বদলে 33 ছাপা হয় ৷
সম্প্রতি একাদশ-দ্বাদশের যে তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ৷ সেখানে ফের একাধিক চাকরিপ্রার্থীর অ্যাকাডেমিক নম্বর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ৷ দেখা গিয়েছে, ববিতা সরকারের মতো, অনেকের অ্যাকাডেমিক নম্বর বেড়েছে বা কমেছে ৷ এদিন ফের বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের হয়েছে ৷