কলকাতা, 31 মার্চ: তিনি একদিকে প্রোমোটার । অপরদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অন্যতম রহস্যময় চরিত্র । তিনি আবার টলিউডের প্রযোজকও বটে । নাম অয়ন শীল । বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধৃত। এত সব কর্মকাণ্ডের পর তিনি কত টাকার সম্পত্তি করেছেন তার হিসেব পেল ইডি ৷
শুধু যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে অয়ন শীল যুক্ত তেমনটা নয় । বরং রাজ্যের প্রায় বেশিরভাগ পৌরসভায় নিজের মনোনীত প্রার্থীকে চাকরি পাইয়ে দিয়েছেন অয়ন । অবশ্য তার জন্য নিয়েছেন মোটা অংকের কমিশন বা টাকা । আর এই ভাবেই অয়ন শীল ধীরে ধীরে প্রোমোটার থেকে হয়ে ওঠেন কোটিপতি । বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অন্যতম রহস্যময় অয়ন শীলের সম্পত্তির মোটামুটি হিসেব পেয়েছে ইডি । জানা গিয়েছে অয়ন শীলের এখনও পর্যন্ত সম্পত্তি প্রায় 100 কোটি টাকা ।
আদতে অয়ন শীল হুগলি জেলার বাসিন্দা হলেও বর্তমানে সল্টলেকে একাধিক সম্পত্তি রয়েছে তাঁর । এছাড়াও রয়েছে অভিজাত গাড়ি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ৷ এবং টলিউডেও তাঁর বেশ নাম ডাক । আইনের প্রভাব এবং আধিপত্য দেখিয়েই কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর চাকরির কথা জানতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।