কামারহাটি, 21 মার্চ:নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam)ধৃত অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর (Ayan Girlfriend Flat at Kamarhati) নাম উঠে এসেছে ইডি-র তদন্তে ৷ ইডি সূত্রে গতকালই জানা যায়, ধৃত অয়ন শীলের হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে 'ইডি আসতে পারে' এই খবর এসেছিল ৷ অয়নকে পালিয়ে যাওয়ার উপদেশও দেওয়া হয় সেই নম্বর থেকে । এরপর নম্বর যাচাই করে জানা যায়, মেসেজটি পাঠিয়েছিলেন অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty Latest News)।
শ্বেতার বাড়ি নৈহাটী পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজয়নগর জেলাপাড়াতে । প্রথমে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতে চুক্তিভিত্তিক এসটিপি (Skill Technical Person) পদে চাকরি করতেন তিনি । তখন অয়ন শীল হুগলির চুঁচুড়া যগুদাস পাড়ার আদি বাড়িতে থাকতেন । সেই সময় কোনও ভাবে তাঁর সঙ্গে আলাপ হয় শ্বেতা চক্রবর্তীর । তারপর থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ।
এরপর কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার পদে চাকরিতে যোগ দেন শ্বেতা । তাঁর বাবা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন কর্মী । শ্বেতাকে অয়ন শীল (Ayan Sil Latest News) 25 লক্ষ টাকা দিয়ে একটি সাদা এক্সইউভি গাড়ি দিয়েছিল বলে জানা গিয়েছে । অয়ন শীলের প্রোমোটারি-সহ বিভিন্ন ব্যবসা সামাল দিতেন শ্বেতা । তাঁর সঙ্গে অয়ন শীলের জয়েন্ট অ্যাকাউন্টেরও হদিশ পেয়েছে ইডি । তাতে মোটা অংকের লেনদেনও হয়েছে বলে দেখা গিয়েছে ।
এছাড়া ইডি-র তদন্তে বেশকিছু জায়গায় ফ্ল্যাটের হদিশ মিলেছে । তার মধ্যে কামারহাটি পৌরসভার সামনেই একটি আবাসনে শ্বেতার ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে । এলাকার বাসিন্দারা ভাবতেই পারছেন না যে, এমন চক্রের সঙ্গে জড়িয়ে যাবে শ্বেতার নাম । তবে বিলাসবহুল সাদা রঙের এক্সইউভি গাড়িতে তাঁকে যাতায়াত করতে দেখা গিয়েছে ।