কলকাতা, 6 ডিসেম্বর :যে মুখ্যমন্ত্রী প্রসিদ্ধ তাঁর সাদাসিধে জীবনযাত্রার জন্য, নিজের টালির ঘরের বাসস্থানের জন্য, তাঁর ভ্রাতৃবধূই কোটি টাকার সম্পত্তির মালিক ৷ কলকাতা পৌরভোটে এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে 73 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্য়োপাধ্যায় ৷ মনোনয়ন পেশ করার সময় তিনি যে হলফনামা জমা দিয়েছেন, তাতেই উটে এসেছে তাঁর এই বিপুল সম্পত্তির হিসেব ৷ (assets of mamata banerjee relative and candidate in kmc election kajari banerjee valued over one crore)
কাজরী বন্দ্য়োপাধ্যায়ের পেশ করা হলফনামা অনুযায়ী, এক দুটি নয়, নটি জমির মালিক তিনি। বীরভূম, কলকাতা এমনকি ওড়িশাতেও তাঁর নামে রয়েছে সম্পত্তি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি 41 লাখ টাকা। এখানেই শেষ নয়, তাঁর স্বামী অর্থাৎ মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নামেও রয়েছে একটি বসতবাটি-সহ পাঁচটি সম্পত্তি। যার আর্থিক মূল্য 69 লক্ষ 62 হাজার টাকা। এছাড়াও কাজরীদেবীর নামে সোনা রয়েছে 400 গ্রাম। যার বাজার মূল্য 19 লক্ষ 30 হাজার টাকা। তাঁর হাতে নগদ রয়েছে 56 হাজার 262 টাকা। তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থ, প্রভিডেন্ট ফান্ড, ফিক্স ডিপোজিট, হাতে থাকা নগদ ও সোনা মিলে তাঁর মোট অস্থাবর সম্পত্তি, দু'কোটি 45 লক্ষ 56 হাজার 883 টাকার। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক ব্যালেন্স 28 লক্ষ 62 হাজার 124 টাকা।