পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court : পিএসির চেয়ারম্যান সংক্রান্ত মামলায় হলফনামা দিতে চান বিধানসভা স্পিকার - PAC chairman Mukul Roy case

বিধানসভার রীতি অনুযায়ী পিএসির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও বিধায়ককে । কিন্তু সেই রীতি ভেঙে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা হয়েছে বলে বিজেপি আগেই বিধানসভার বাইরে সরব হয়েছিল । বিজেপি বিধায়ক অম্বিকা রায় বিধানসভার স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি মামলাও করেন ৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Aug 10, 2021, 6:10 PM IST

কলকাতা, 10 অগস্ট : পিএসির (PAC) চেয়ারম্যান সংক্রান্ত মামলায় হলফনামা দিতে চান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 12 অগস্টের মধ্যে বিধানসভার স্পিকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ প্রসঙ্গত, বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়কে অন্যায়ভাবে পিএসির চেয়ারম্যান করা হয়েছে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ।


আগে মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত জানিয়েছিলেন, বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিধানসভার স্পিকারের । নিয়োগের ব্যাপারে তিনি চূড়ান্ত ক্ষমতা ভোগ করেন ৷ এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় । এই ধরনের জনস্বার্থ মামলা আদালত যেন গ্রহণ না করে । তিনি উল্লেখ করেছিলেন, সংবিধানের 212 নম্বর ধারা অনুযায়ী বিধানসভায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী স্পিকার । আদালত স্পিকারের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না ।

অন্যদিকে, মামলাকারী অম্বিকা রায়ের বক্তব্য ছিল, মুকুল রায় বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন । কিন্তু বিধায়ক হওয়ার পরপরই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সবসময় বিরোধী দল থেকেই মনোনীত হন ৷ কিন্তু মুকুল রায় এখন আর বিজেপির সদস্য নন । সেই কারণেই তাঁর নিয়োগ চেয়ারম্যান হিসেবে বাতিল করা উচিত ।

আরও পড়ুন, PAC : পিএসি চেয়ারম্যান সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রাজ্যের



বিধানসভার রীতি অনুযায়ী পিএসির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও বিধায়ককে । কিন্তু সেই রীতি ভেঙে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা হয়েছে বলে বিজেপি আগেই বিধানসভার বাইরে সরব হয়েছিল । 20 সদস্যের পিএসি কমিটিতে 6 জনের নাম দিয়েছিল বিজেপি । তাদের কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । কিন্তু চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে । মুকুল রায় দলবদল করায় বিজেপির তরফে মুকুল রায়ের নাম প্রস্তাব করা হয়নি । স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অম্বিকা রায় ।

ABOUT THE AUTHOR

...view details