পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদির ব্রিগেডে উপস্থিত থাকছেন অক্ষয় কুমার? - west bengal assembly election

ব্রিগেডের সভায় উপস্থিত থাকতে পারেন অক্ষয় কুমার। সঙ্গে থাকতে পারেন মিঠুন চক্রবর্তী ও দীনেশ ত্রিবেদী।

ex-tmc-mp-mithun-chakraborty-akshay-kumar-to-join-pm-modi-in-bjps-kolkata-rally
মোদি ও অক্ষয়

By

Published : Mar 6, 2021, 2:35 PM IST

কলকাতা, 6 মার্চ : আগামীকাল বিজেপির ব্রিগেডের সভায় থাকতে পারেন বলিউড তারকা অক্ষয় কুমার। বিজেপির তরফে পাঠানো আমন্ত্রণ পত্র তিনি গ্রহণ করেছেন। সূত্র মারফৎ এই খবর জানা গেছে।

বেশ কয়েকমাস ধরে মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেছেন অক্ষয়। 2019 সালে লোকসভা নির্বাচনের আগেও মোদির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন অক্ষয়। তবে মোদির ব্রিগেডে অক্ষয়ের উপস্থিত থাকা বেশ চমক বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন- কোন্দল থামাতে গিয়ে ভাঙড়ে কি ভুল পদক্ষেপ করল তৃণমূল ?

আগামীকাল ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সভামঞ্চ ও সভাস্থল খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতারা। এল ই ডি দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ ওয়াল। উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা আজ থেকেই চলে আসবেন বলে জানিয়েছেন নেতারা। তাঁদের থাকা খাওয়ার জন্য় বিশেষ ব্য়বস্থা করা হয়েছে।

সভামঞ্চে চমক দিতেও তৈরি বিজেপি। জানা গেছে মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকবেন ব্রিগেড সভায়। পাশাপাশি অক্ষয় কুমারও থাকবেন আগামীকালের সভামঞ্চে। এদিকে আজ সকালে বিজেপিতে যোগদান করেছেন দীনেশ ত্রিবেদী। কাল মোদির সভায় দেখা যেতে পারে তাঁকে। পাশাপাশি রাজীব শুভেন্দুও থাকতে পারেন আগামীকালের সভামঞ্চে। সূত্রের খবর দিল্লির সাংসদ গৌতম গম্ভীরকেও সভামঞ্চে থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমূখ।

ABOUT THE AUTHOR

...view details