পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arpita Ghosh : তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন অর্পিতা ঘোষ - তৃণমূল কংগ্রেস

আজ দলের তরফে রাজ্য সভাপতি সুব্রত বক্সির চিঠি তাঁর কাছে পৌঁছে গিয়েছে । সেই চিঠিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজ্য সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে ।

অর্পিতা ঘোষ
অর্পিতা ঘোষ

By

Published : Sep 17, 2021, 4:27 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : আগেই জানিয়েছিলেন, দলের জন্য কাজ করতে চাই । রাজ্যসভার সাংসদ হিসাবে সেভাবে মানুষের জন্য বা দলের জন্য কাজ করার সুযোগ নেই । আর তাই দলের অনুমতিতেই স্বেচ্ছায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ । এবার তাঁর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে অর্পিতা ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদে নিয়োগ করল তৃণমূল কংগ্রেস ।

আজ দলের তরফে রাজ্য সভাপতি সুব্রত বক্সির চিঠি তাঁর কাছে পৌঁছে গিয়েছে । সেই চিঠিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজ্য সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে । বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরে ছিলেন অর্পিতা ঘোষ । আর সে কারণে লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর তাঁকে জেলা সভাপতির দায়িত্বও দেওয়া হয় । পরবর্তীতে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয় । কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ পাঁচ বছর আগেই তিনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেওয়ায় রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছিল ৷ দল হয়তো তাঁর কাজে খুশি নয় । তবে সেই চর্চা বা জল্পনাকে এদিন ভুল প্রমাণ করে অর্পিতা ঘোষকেই রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দিল দল ।

দলের তরফ থেকে অর্পিতা ঘোষকে পাঠানো চিঠি

আরও পড়ুন,Arpita Ghosh : জাতীয়স্তরের কোনও নেতাকে রাজ্যসভায় পাঠাতেই কি পদত্যাগ অর্পিতার ?

তৃণমূল সূত্রের খবর, যেহেতু অর্পিতা ঘোষ নিজে চাইছেন তাঁর ভালোবাসার জগৎ অর্থাৎ থিয়েটারে আরও কিছুটা সময় দিতে, সেজন্য সেই সুযোগটাও তাঁকে দল দিচ্ছে । যাতে থিয়েটার এবং দল দুটোই একসঙ্গে করা সম্ভব হয় ৷ সেই জন্যই এই পদে তাঁকে নিয়ে আসা হয়েছে বলে খবর । যদিও এদিন তাঁকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তাঁর এই নতুন পদ নিয়ে কোনও জবাব দেননি । পরে হোয়াটসঅ্যাপে তিনি জানিয়েছেন, তিনি দলের অনুগত সৈনিক । দল তাঁর ভাবনাকে গুরুত্ব দিয়েছে । সংগঠনের কাজে যে কোনও দায়িত্বে তিনি নিজের 100 শতাংশ দেবেন ।

ABOUT THE AUTHOR

...view details