কলকাতা, 3 নভেম্বর : রাজনৈতিক চক্রান্ত করে এবছর কালীপুজোতে আতসবাজি নিষিদ্ধ করা হচ্ছে । এমনটাই অভিযোগ করেছেন আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় । কোরোনা পরিস্থিতিতে আতসবাজির জন্য কোনও সমস্যা তৈরি হবে না বলে এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেন তিনি । তাঁর অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আতসবাজি নিয়ে । তিনি বলেন, "আতসবাজির জন্য কখনোই কোরোনার প্রকোপ বৃদ্ধি পায় না । আতসবাজি থেকে কোরোনার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি ।"
আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় আজ বলেন, "আতসবাজির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার প্রায় 4 লাখ মানুষ । দক্ষিণ 24 পরগনা জেলাতে প্রায় 2 লাখ মানুষ আতসবাজি তৈরি করেন। তাদের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে আতসবাজি তৈরির উপার্জন থেকে । সেখানে আতসবাজি বন্ধ হয়ে গেলে এই দরিদ্র মানুষগুলির রুজিরুটি বন্ধ হয়ে যাবে ।"