পশ্চিমবঙ্গ

west bengal

Anupam Hazra: স্পেনে দাঁড়িয়ে রাজ্যের শিল্পে বিনিয়োগের ঘোষণা, চ্যাপেল অধ্যায় টেনে সৌরভকে নজিরবিহীন আক্রমণ অনুপমের

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 9:13 PM IST

Updated : Sep 16, 2023, 11:00 PM IST

Anupam Hazra slams Sourav Ganguly: শুক্রবার মাদ্রিদে স্পেনের সঙ্গে বাংলার বিজনেস সামিটের অনুষ্ঠানে শালবনীতে ইস্পাত কারখানা তৈরির জন্য বিনিয়োগের ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই ঘটনার শনিবার টুইটারে সৌরভকে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ টেনে আনলেন বিতর্কিত গ্রেগ চ্যাপেল অধ্যায় ৷

Anupam Hazra
টুইটারে সৌরভকে নজিরবিহীন আক্রমণ অনুপমের

কলকাতা, 16 সেপ্টেম্বর:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে সঙ্গী হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এমন ঘোষণার পর থেকেই প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে বাঁকা দৃষ্টিতে দেখতে শুরু করেছিল বিরোধীরা ৷ শুক্রবার মাদ্রিদে স্পেনের সঙ্গে বাংলার বিজনেস সামিটের অনুষ্ঠানে শালবনীতে ইস্পাত কারখানা তৈরির জন্য বিনিয়োগের ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর তারপরই আরও বেশি করে রাজ্যের বিরোধী দল বিজেপির রোষের মুখে দেশের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক ৷ শনিবার টুইটারে সৌরভকে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ টেনে আনলেন বাইশ গজের বিতর্কিত গ্রেগ চ্যাপেল অধ্যায় ৷

কী লিখলেন বোলপুরের প্রাক্তন সাংসদ ? অনুপম টুইটারে এদিন লেখেন, "গ্রেগ চ্যাপেল: মাফ করবেন স্যার, আপনার দূরদর্শিতা তথা মানুষ চেনার ক্ষমতা অনুধাবন না করেই আপনাকে এক সময় অনেক সমালোচনা করেছিলাম..." অর্থাৎ সোশাল মিডিয়ায় পোস্ট করে জাতীয় দলের প্রাক্তন অজি কোচের সমর্থনেই সুর চড়িয়েছেন বিজেপি নেতা ৷

ভারতীয় দলের কোচ হয়ে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করার জন্য একসময় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কড়া সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল গ্রেগ চ্যাপেলকে ৷ পরবর্তীতে অজি কোচের হিটলারি অনুশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বাইশ গজে স্বমহিমায় প্রত্যাবর্তন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ যা স্মরণীয় হয়ে থেকে যাবে বাইশ গজের ইতিহাসে ৷ সেই প্রসঙ্গ তুলে ধরেই এদিন 'প্রিন্স অফ ক্যালকাটা'কে নজিরবিহীন আক্রমণ শানালেন অনুপম হাজরা ৷

আরও পড়ুন:'রাজ্যবাসীকে বোকা বানাতেই স্পেন সফর ' একসঙ্গে মমতা-সৌরভকে কটাক্ষ সুকান্ত'র

উল্লেখ্য, বৃহস্পতিবার স্পেনের মাটিতে বিজনেস সামিটে শালবনীতে ইস্পাত কারখানার জন্য 2500 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বামফ্রন্ট আমলে শিলান্যাস হলেও এই প্রজেক্টের কাজ শুরু হয়নি এখনও ৷ বিনিয়োগের ফলে শালবনী ইস্পাত কারখানায় প্রাথমিকভাবে 6 হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান সৌরভ ৷ এরপরেই বিরোধীদের চক্ষুশূল হয়ে উঠেছেন মহারাজ ৷ অনুপম হাজরার পাশাপাশি সৌরভকে কটাক্ষ করেছেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৷

Last Updated : Sep 16, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details