কলকাতা , 24 জানুয়ারি : রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নেতাজির কয়েকটি ফাইল ইতিমধ্যেই প্রকাশ করেছে । তারপরেও তাঁর অন্তর্ধান রহস্যের জট খোলেনি । অন্যদিকে, জাপান সরকার জানিয়েছে তাদের হাতে পাঁচটি ফাইল রয়েছে । তার মধ্যে দুটি ইতিমধ্যেই প্রকাশিত । এখনও পর্যন্ত তিনটি ফাইল সামনে আসেনি । ব্রিটিশ সরকার জানিয়েছে 2022 সালে তারা নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ করবে । অথচ কেন্দ্রীয় সরকারের হাতে থাকা কিছু ফাইল এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বলে দাবি নেতাজি প্রেমীদের । সেই ফাইল প্রকাশ করার জোরালো দাবি জানালেন বিশিষ্ট নেতাজি গবেষক অনুজ ধর ।
"ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ", “হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি"-র মতো গবেষণাধর্মী বইয়ের লেখক অনুজ ধর । তিনি বিশ্বাস করেন , তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি । 1945 সালের 18 অগাস্টের পরও বেঁচে ছিলেন সুভাষচন্দ্র বসু । তিনি ফিরে এসেছিলেন এদেশে । ফৈজাবাদের আশ্রমে ছিলেন তিনি । রাশিয়াতে নেতাজিকে খুন সংক্রান্ত যে কথা শোনা যায়, সেটিকেও বিশ্বাস করেন না অনুজ । একাধিকবার তিনি বলেছেন, “ সেই সময় নেহেরু সরকারের সঙ্গে স্তালিনের এমন কোনও সুসম্পর্ক ছিল না যে , কারও অঙ্গুলি হেলনে স্তালিন বাহিনী নেতাজিকে হত্যা করবে । এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।"