পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজি সম্পর্কিত ইন্টেলিজেন্স ফাইল প্রকাশের দাবি অনুজ ধরের - নেতাজি সম্পর্কিত ইন্টেলিজেন্স ফাইল

অনুজ বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি যেভাবে ফাইল প্রকাশ করেছেন তা প্রশংসার দাবি রাখে । কিন্তু এখনও পর্যন্ত ইন্টেলিজেন্স সংক্রান্ত ফাইলগুলি প্রকাশ করা হয়নি । সেগুলি অবিলম্বে প্রকাশ করুক সরকার ।"

Anuj Dhar
অনুজ ধর

By

Published : Jan 24, 2020, 1:51 AM IST

Updated : Jan 24, 2020, 6:45 AM IST

কলকাতা , 24 জানুয়ারি : রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নেতাজির কয়েকটি ফাইল ইতিমধ্যেই প্রকাশ করেছে । তারপরেও তাঁর অন্তর্ধান রহস্যের জট খোলেনি । অন্যদিকে, জাপান সরকার জানিয়েছে তাদের হাতে পাঁচটি ফাইল রয়েছে । তার মধ্যে দুটি ইতিমধ্যেই প্রকাশিত । এখনও পর্যন্ত তিনটি ফাইল সামনে আসেনি । ব্রিটিশ সরকার জানিয়েছে 2022 সালে তারা নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ করবে । অথচ কেন্দ্রীয় সরকারের হাতে থাকা কিছু ফাইল এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বলে দাবি নেতাজি প্রেমীদের । সেই ফাইল প্রকাশ করার জোরালো দাবি জানালেন বিশিষ্ট নেতাজি গবেষক অনুজ ধর ।

"ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ", “হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি"-র মতো গবেষণাধর্মী বইয়ের লেখক অনুজ ধর । তিনি বিশ্বাস করেন , তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি । 1945 সালের 18 অগাস্টের পরও বেঁচে ছিলেন সুভাষচন্দ্র বসু । তিনি ফিরে এসেছিলেন এদেশে । ফৈজাবাদের আশ্রমে ছিলেন তিনি । রাশিয়াতে নেতাজিকে খুন সংক্রান্ত যে কথা শোনা যায়, সেটিকেও বিশ্বাস করেন না অনুজ । একাধিকবার তিনি বলেছেন, “ সেই সময় নেহেরু সরকারের সঙ্গে স্তালিনের এমন কোনও সুসম্পর্ক ছিল না যে , কারও অঙ্গুলি হেলনে স্তালিন বাহিনী নেতাজিকে হত্যা করবে । এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।"

দেখুন কী বলছেন অনুজ ধর

অনুজের দাবি, জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম সংরক্ষিত রয়েছে, তা ভারত সরকারের জাপানি দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছে । তাই ভারত সরকার চাইলে অনায়াসেই সেই চিতাভস্মের DNA টেস্ট হতে পারে ।

উল্লেখ্য, ওই একই দাবি জানিয়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসুও । তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন । DNA টেস্ট করা হলে, বিমান দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত যে ধারণা চালু রয়েছে তাতে ইতি পড়বে বলেই মনে করেন নেতাজি প্রেমীরা । কিন্তু তাতে অন্তর্ধান রহস্যের জট খুলবে না । অনুজ মনে করেন , ভারত সরকারের হাতে থাকা ইন্টেলিজেন্স ফাইল প্রকাশ্যে আনলে সেই জট খুলবে । এ নিয়ে অনুজ বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি যেভাবে ফাইল প্রকাশ করেছেন তা প্রশংসার দাবি রাখে । কিন্তু এখনও পর্যন্ত ইন্টেলিজেন্স সংক্রান্ত ফাইলগুলি প্রকাশ করা হয়নি । সেগুলি অবিলম্বে প্রকাশ করুক সরকার ।"

Last Updated : Jan 24, 2020, 6:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details