কলকাতা, 7 অগস্ট: গরুপাচারকাণ্ডে আগামিকাল অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য় ডেকেছে সিবিআই ৷ কিন্তু, তিনি নিজাম প্যালেস যাবেন না ৷ যাবেন এসএসকেএম হাসপাতালে (Anubrata Mandal will Go SSKM Not Nizam Palace in CBI Summons) ৷ এমনটাই জানিয়েছেন অনুব্রত’র আইনজীবী সঞ্জীব দাঁ ৷ তিনি জানিয়েছেন, অনেকদিন ধরেই নাকি শরীর ভালো নেই বীরভূমের তৃণমূল সভাপতির ৷ তাই এসএসকেএম যাওয়ার পরিকল্পনা অনেকদিন আগে থেকেই করা ছিল তাঁর ৷ সিবিআই নাকি না জেনেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে ৷
অনুব্রত মণ্ডলের আইনজীবীর দাবি, কিছুদিন ধরেই নাকি তাঁর অসুস্থতা বেড়েছে ৷ তাই এসএসকেএম-এর যে মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছিল, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ চিকিৎসকদের নির্দেশেই নাকি সোমবার এসএসকেএমে ডাক্তার দেখাতে আসার কথা অনুব্রতর ৷ শুধু তাই নয়, প্রয়োজন হলে নাকি, হাসপাতালে ভর্তিও হয়ে যেতে পারেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ৷ আর তাঁর হাসপাতালে আসার বিষয়টি সিবিআই নোটিশ পাঠানোর অনেক আগে থেকেই ঠিক হয়েছিল ৷
কিন্তু, কাকতালীয় ভাবে ওইদিনই সিবিআই তলব আর ওই দিনেই এসএসকেএম হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা অনুব্রত’র ! যা নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে ৷ মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম জিজ্ঞাসাবাদেই ইডি গ্রেফতার করেছিল, বিপুল টাকা উদ্ধার ও অসহযোগিতা করার অভিযোগে ৷ এ বার গরুপাচার-কাণ্ডে অনুব্রতকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের মধ্যেই গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এই আশঙ্কা করেই কি অনুব্রত এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার ছক কষছেন ? তেমনটা হলে, ফের না সিবিআই এসএসকেএম এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ৷ এমন আশঙ্কাও করা হচ্ছে ৷