পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরনিগমের জলে বিষক্রিয়ায় ফের এক শিশুর মৃত্যুর অভিযোগ

ফের এক শিশুর মৃত্য়ু ৷ অভিযোগ, পানীয় জলে বিষক্রিয়ায় জেরেই মৃত্য়ু বলে অভিযোগ৷ যদিও ফিরহাদ হাকিম পুরো বিষয়টি অস্বীকার করেন৷

poisoning water
পাইপলাইন মেরামতির কাজ চলছে

By

Published : Mar 17, 2021, 4:41 PM IST

ভবানীপুর, 17 মার্চ : কলকাতা পৌর নিগমের পানীয় জলে বিষক্রিয়ার জেরে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম আরুশি কুমারী। বয়স সাড়ে চার বছর। গতরাতে চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতাল শিশুটির মৃত্যু হয়। যদিও কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এই মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

ফিরহাদ হাকিম

উলটে তাঁর অভিযোগ, কেউ লিভার ফেলিওর বা কেউ কিডনির সমস্যায় মৃত্যু হলেই মৃত্যুর ঘটনা ঘটার পর পৌরনিগমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, "কলকাতায় প্রতিদিনই বহু মানুষ মারা যায়। এবার যে যেখানে মারা যাচ্ছেন এসব মৃত্যুর জন্যই কলকাতা পৌরনিগম রাজ্য সরকারকে দায়ী করা হচ্ছে চক্রান্ত করে। এর আগেও কলকাতায় বহুবার এরকম ঘটনা ঘটেছে মানুষ অসুস্থ হয়েছে কিন্তু কোনওদিন কেউ মারা যায়নি।

মৃত শিশু

আরও পড়ুন- বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উপাচার্যের ! প্রকাশ্যে বিতর্কিত অডিয়ো

এই বিষয়ে বলতে গিয়ে আসন্ন নির্বাচন প্রসঙ্গ টেনে আনেন৷ নির্বাচনের আগে সরকারকে বদনাম করতে চক্রান্ত করে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটনা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্য প্রশাসক জানিয়েছেন, কলকাতার অনেক পুরনো পাইপ লাইন রয়েছে। বহু জায়গাতেই পানীয় জলের পাইপ লাইন ও নিকাশি পাইপলাইন পাশাপাশি গেছে। অনেক সময় এর পাইপ লাইন গুলো ফেটে দূষিত জলের গভীরে মিশে যায়। সেকারণে অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে ৷ তবে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details