পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : সুস্থ আরও 8, ছাড়া পেলেন হাসপাতাল থেকে - করোনা

গত দু' দিনে সুস্থ আরও 8 জন। কলকাতার ID&BG হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

ছবি
ছবি

By

Published : May 2, 2020, 9:05 AM IST

কলকাতা, 2 মে: কোরোনা আক্রান্ত আরও 8 জন সুস্থ হয়ে উঠলেন । কলকাতার ইনফেকশাস ডিজ়িড়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল থেকে তাঁদের ছুটি দেওয়া হয়েছে। অন্যদিকে, গতকাল কোরোনায় আক্রান্ত আরও 1 চিকিৎসককে ওই হাসপাতালে ভরতি করা হয়েছে ।


গতকাল COVID-19 সংক্রান্ত কোনও তথ্য রাজ্য সরকারের তরফে সংবাদমাধ্যমে পেশ করা হয়নি । রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনও বুলেটিন ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি । শেষ বুলেটিন প্রকাশিত হয়েছিল 30 এপ্রিল । সেই বুলেটিন অনুযায়ী ওইদিন পর্যন্ত রাজ‍্যের 139 জন সুস্থ হয়ে উঠেছেন।

কলকাতার ID&BG হাসপাতাল থেকে গতকাল 7 জনকে ছুটি দেওয়া হয় । এঁদের মধ্যে 4 জন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক । এছাড়া বৃহস্পতিবার বেলেঘাটার হাসপাতাল থেকে আরও 1 জনকে ছুটি দেওয়া হয়েছিল । অর্থাৎ গত দু'দিনে এই হাসপাতাল থেকে COVID-19-এ আক্রান্ত মোট 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

ABOUT THE AUTHOR

...view details