কলকাতা, 31 মে : যশের দাপটে রাজ্যের ক্ষয়ক্ষতি পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কলাইকুণ্ডায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও ডাকেন । আমন্ত্রিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । কিন্তু সেই বৈঠকে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । না যাওয়ার কারণ যে শুভেন্দু অধিকারী এমনই গুঞ্জন উঠেছিল রাজনৈতিক মহলে । আজ মোদিকে চিঠি লিখে সেই গুঞ্জন স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
চিঠিতে তিনি লেখেন, আপনার(প্রধানমন্ত্রী) বৈঠকে আপনার দলের স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছেন । আমার দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতায় যতদূর জানি মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁর থাকার কোনও এক্তিয়ার নেই । আপনার বৈঠকে রাজ্যপাল ও বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রীদের ডেকেছেন তাতে আমার কোনও আপত্তি ছিল না । যদিও এই বৈঠকে রাজ্যপালের কোনও ভূমিকা নেই আপনিও জানেন সেটা । কিন্তু বৈঠকে স্থানীয় বিধায়কের যোগদান একেবারেই গ্রহণযোগ্য নয় । এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব বারবার জানিয়েছেন সমাধান করার জন্যে কিংবা এই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের ব্যবস্থা করতে । কিন্তু আমরা কোনও সদর্থক উত্তর পাইনি ।