কলকাতা, 16 ডিসেম্বর: দীর্ঘ কয়েকমাস পর আবার কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের (Eastern Zonal Security Council) বৈঠক ৷ সেই বৈঠকে যোগ দিতেই তিনি শুক্রবার রাতে কলকাতায় পৌঁছন তিনি ৷এদিন সন্ধ্যায় বিএসএফ-এর বিশেষ বিমানে বারাণসী থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অমিত শাহ। রাজ্য সরকারের তরফে তাঁকে স্বাগত জানান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ বিমানবন্দরে নেমে সোজা বঙ্গ বিজেপির (BJP) সদর দফতরে উদ্দেশে রওনা দেন ৷ এখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷
শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অনান্য নেতারা ৷ সেখান থেকেই তিনি সরাসরি চলে আসেন মুরলীধর সেন লেনে বিজেপি-র রাজ্য সদর দফতরে।
প্রসঙ্গত, বিজেপির জাতীয়স্তরের কোনও বড় নেতা এখনও পর্যন্ত মুরলীধর সেন লেনের অফিসে কখনও আসেননি ৷ ঘিঞ্জি এলাকায় অফিস হওয়ায় নিরাপত্তা সংক্রান্ত সমস্যাই বারবার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ৷ ফলে এদিন বিমানবন্দর থেকে অমিত শাহ প্রথমবার পার্টি অফিসে পদার্পণ করেন ৷