পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Shah: কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিমানবন্দর থেকে সোজা বঙ্গ বিজেপির সদর দফতরে অমিত শাহ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার রাতেই কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ শনিবার নবান্নে তিনি যোগ দেবেন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের (Eastern Zonal Security Council) বৈঠকে ৷ তার আগে রাতেই দলের নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেন বঙ্গ বিজেপির (BJP) সদর দফতরে ৷

amit-shah-reaching-kolkata-on-friday-night-may-visit-bengal-bjp-hq
Amit Shah: রাতেই কলকাতায় অমিত শাহ, যেতে পারেন বঙ্গ বিজেপির সদর দফতরে

By

Published : Dec 16, 2022, 4:39 PM IST

Updated : Dec 16, 2022, 9:26 PM IST

দমদম বিমানবন্দর থেকে বের হলেন অমিত শাহ

কলকাতা, 16 ডিসেম্বর: দীর্ঘ কয়েকমাস পর আবার কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের (Eastern Zonal Security Council) বৈঠক ৷ সেই বৈঠকে যোগ দিতেই তিনি শুক্রবার রাতে কলকাতায় পৌঁছন তিনি ৷এদিন সন্ধ্যায় বিএসএফ-এর বিশেষ বিমানে বারাণসী থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অমিত শাহ। রাজ্য সরকারের তরফে তাঁকে স্বাগত জানান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ বিমানবন্দরে নেমে সোজা বঙ্গ বিজেপির (BJP) সদর দফতরে উদ্দেশে রওনা দেন ৷ এখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷

শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অনান্য নেতারা ৷ সেখান থেকেই তিনি সরাসরি চলে আসেন মুরলীধর সেন লেনে বিজেপি-র রাজ্য সদর দফতরে।

প্রসঙ্গত, বিজেপির জাতীয়স্তরের কোনও বড় নেতা এখনও পর্যন্ত মুরলীধর সেন লেনের অফিসে কখনও আসেননি ৷ ঘিঞ্জি এলাকায় অফিস হওয়ায় নিরাপত্তা সংক্রান্ত সমস্যাই বারবার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ৷ ফলে এদিন বিমানবন্দর থেকে অমিত শাহ প্রথমবার পার্টি অফিসে পদার্পণ করেন ৷

এদিকে শনিবার সকালেই নবান্নে পৌঁছে যাবেন অমিত শাহ ৷ সেখানেই হবে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ৷ পদাধিকার বলে অমিত শাহ ওই পরিষদের চেয়ারম্যান ৷ বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থাকবেন ৷ এছাড়া ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীদেরও যোগ দেওয়ার কথাও রয়েছে । দুপুরেই তিনি কলকাতা ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হবেন ৷

অন্যদিকে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) সূত্রে খবর, আগামিকাল জোকা-তারাতলা পার্পেল লাইনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তবে বিজেপি সূত্রে পাওয়া কর্মসূচি অনুযায়ী মেট্রো উদ্বোধনের কোনও উল্লেখ নেই আপাতত ।

আরও পড়ুন:শনিতে নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, থাকবেন অমিত শাহ

Last Updated : Dec 16, 2022, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details