কলকাতা 10 এপ্রিল : শীতলকুচির ঘটনার পর আজ একটি সাংবাদিক সম্মেলনে মর্মান্তিক এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করলেন বিজেপির আিটি সেলের প্রধান অমিত মালব্য ৷ উপস্থিত ছিলেন দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত ও জয়প্রকাশ মজুমদার ৷
কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের কাছে তিনি নাম না করে দাবি করেন যে, তৃণমূলের ভোট-কুশলীর একটি অডিয়ো টেপ প্রকাশ্যে তাঁরা পেয়েছেন। তাঁকে 'মমতার রণনীতিকার' বলে উল্লেখ করে তিনি জানান যে, ক্লাবহাউজ নামের একটি প্ল্যাটফর্মে এই তথাকথিত রণনীতি-কুশলী দিল্লির বেশ কিছু সাংবাদিক, প্ল্যাটফর্মে থাকা কয়েকশো ইউজারের কাছে স্বীকার করেছেন যে, বাংলায় বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসছে ৷ সেখানে মুখ্য়মন্ত্রীর নির্বাচনী-উপদেষ্টা স্পষ্ট বুঝতে পারছেন যে, এই বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয় নিশ্চিত ৷ অমিত আরও বলেন যে, বিগত কয়েক মাস ধরে এই রণনীতিকারই মমতা তথা তাঁর দলকে পরিচালনা করছে ৷ তাই তাঁর এই স্বীকারোক্তি অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ ৷ এমনকি তিনি বিজেপির জয়ের কারণগুলিও বিশ্লেষণ করেছেন সেই অডিয়োও ৷ নরেন্দ্র মোদির ব্যক্তিত্ব বাংলার নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও স্বীকার করেছেন সেই ভোট-কুশলী ৷ আর তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে পশ্চিমবঙ্গে ৷ সব মিলিয়ে দিদির ভোট-কুশলী ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের অবসান আর বিজেপির উত্থান যাত্রা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন : শীতলকুচির বুথে গন্ডগোলে নিখোঁজ শিশুকন্যার খোঁজ মিলল