কলকাতা, 22 অক্টোবর:আজ অষ্টমী ৷ আজ থেকে 9 বছর আগে 2014 সালের 2 অক্টোবর এরকমই এক অষ্টমীর দিন বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব বর্ধমানের খাগড়াগড় ৷ সেবছর অষ্টমীর দিন সকালে যখন মণ্ডপে মণ্ডপে চলছিল দুর্গাপুজোর অঞ্জলী, তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে খাগড়াগড়ের ওই এলাকা ৷ দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় 70 কিমি দূরে হয়েছিল এই বিস্ফোরণ ৷ এই ঘটনাই সামনে এনেছিল রাজ্যের মাটিতে জঙ্গিদের ঘাঁটি গেড়ে থাকা ও বিস্ফোরক বানানোর বিষয়টি ৷
এই ঘটনায় নাম উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি'র ৷ পরবর্তীতে এই বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাদের চার্জশিটে জেএমবি জঙ্গিগোষ্ঠীর নাম উল্লেখ করে ৷ সেখানে উল্লেখ করা হয়, জঙ্গিহানার মধ্যে দিয়ে বাংলাদেশের তৎকালীন সরকারকে উৎখাত করার চক্রান্ত করেছিল এই জঙ্গি সংগঠনটি ৷ সেই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এরাজ্যে ডালপালা ছড়িয়েছিল জেএমবি ৷ খাগড়াগড় বিস্ফোরণে বিস্ফোরক বানাতে গিয়ে 2 জেএমবি জঙ্গিরও মৃত্যু হয় ৷
এবছর পুজো উপলক্ষে মুক্তি পেয়েছে, পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'রক্তবীজ' ৷ 19 অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে বক্স অফিসে ৷ ছবিটির প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড ৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে এই ছবিতে তৈরি হয়েছে অনিমেশ চট্টোপাধ্যায়ের চরিত্রটি ৷ প্রণব মুখোপাধ্যায়ের মতো অনিমেশ চট্টোপাধ্যায়ও এখানে দেশের রাষ্ট্রপতি, যিনি পুজো উপলক্ষে দিল্লি থেকে গ্রামে ফিরেছেন ৷ বর্ধমানের পুলিশ সুপার সংযুক্তা মিত্রের চরিত্রে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ ছবিতে এক গোয়েন্দা অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ৷ তাঁর চরিত্রের নাম পঙ্কজ সিনহা, যাঁকে বিস্ফোরণের তদন্ত ও রাষ্ট্রপতির সুরক্ষার দিকটি খতিয়ে দেখতে দিল্লি থেকে রাজ্যে পাঠানো হয়েছে ৷