পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাকতলায় রোগীকে ফুটপাথে রেখে পালানোর চেষ্টা অ্যাম্বুলেন্স চালকের - নাকতলা

বড়বাজার এলাকায় রোগীকে ফুটপাথে নামিয়ে চম্পট দিয়েছিল অ্যাম্বুলেন্স চালক । আজ নাকতলায়ও সেই একই ধরনের চেষ্টা করে এক অ্যাম্বুলেন্স চালক । তবে, স্থানীয়দের বাধায় রোগীকে ফুটপাথে নামিয়ে চলে যেতে পারেনি সে ।

Ambulance
অ্যাম্বুলেন্স

By

Published : May 1, 2020, 3:35 PM IST

কলকাতা, 1 মে : লকডাউনের মাঝে উত্তর কলকাতার রাজেন্দ্র মল্লিক স্ট্রিটের বছর 65-র বৃদ্ধকে বড়বাজার এলাকায় ফুটপাথে নামিয়ে চম্পট দিয়েছিল অ্যাম্বুলেন্স চালক । আজ নাকতলায়ও সেই একই ধরনের চেষ্টা করে এক অ্যাম্বুলেন্স চালক । তবে, স্থানীয়দের বাধায় রোগীকে ফুটপাথে নামিয়ে চলে যেতে পারেনি সে । তাই ফুটপাত থেকে রোগীকে ফের তুলে নিয়ে যান চালক ।

লকডাউনে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে । কিন্তু তার মধ্যে একটি বিষয়কে নিয়ে রীতিমতো নাজেহাল মানুষ । অভিযোগ, এই লকডাউনে কলকাতার মতো শহরে অসুস্থকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাজি হচ্ছে না অ্যাম্বুলেন্স চালক । কোনও অনুনয়-বিনয়ই কাজে আসছে না । আর যদিও বা কেউ রাজি হয় তাহলে রোগীর পরিজনদের থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া । ফলে সমস্যায় পড়ছে মানুষ ।

আজ এরকমই একটি ঘটনা সামনে আসে । মঙ্গলবার কোমরে প্রবল যন্ত্রণা নিয়ে MR বাঙুর হাসপাতালে ভরতি হয়েছিলেন বেহালার বাসিন্দা সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় । কিন্তু ওই হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসা হওয়ায় ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা । তাই তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু সিদ্ধার্থ অনুরোধ করেন তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত না করে নাকতলায় এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য । সেইমতোই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুলেন্সে করে নাকতলায় ওই আত্মীয়ের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় সিদ্ধার্থবাবুকে ।

ওই আত্মীয়ের বাড়ি পৌঁছাতেই শুরু হয় যাবতীয় সমস্যা । সিদ্ধার্থকে রাখতে অস্বীকার করেন ওই আত্মীয় ৷ তখনই অ্যাম্বুলেন্স চালক ফুটপাথে সিদ্ধার্থবাবুকে ফেলে রেখে পালানোর চেষ্টা করে । কিন্তু স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় ওই অ্যাম্বুলেন্স চালকের । পরে ওই অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাঘাযতীন স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই ভরতি করা হয় তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details