পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSKM Hospital: রোগীর পরিবারের বিরুদ্ধে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত চিকিৎসকও - এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর

ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর চালানোর পাশাপাশি চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটল এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital)৷ এই ঘটনায় রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আক্রান্ত চিকিৎসকরা ৷

Etv Bharat
এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টার

By

Published : Dec 5, 2022, 1:37 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: চিকিৎসায় গাফিলতির অভিযোগে রবিবার মধ্যরাতে উত্তাল এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার । হাসপাতালের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে(Allegation of Vandalism in Trauma Care Center of SSKM Against Patients Family)। 4 জন চিকিৎসককে মারধরেরও অভিযোগ ওঠে ৷

জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় মহম্মদ ইরফান নামে চুঁচুড়ার এক বাসিন্দাকে আনা হয় এসএসকেএম হাসপাতালে । ব্যান্ডেল থেকে মেটিয়াবুরুজে আসার সময় দুর্ঘটনায় আহত হন তিনি । অভিযোগ, পরিবার ট্রমা কেয়ার সেন্টারে রোগীকে নিয়ে আসার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা ৷ এরপর দেহটি ময়নাতদন্ত করার কথা বললেও তাতে আপত্তি জানায় মৃত ইরফানের পরিবার ।

যদিও মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতি ছিল । এমনকি শংসাপত্র লেখার সময়ও আপত্তি করেন তাঁরা । এরপর চারজন অর্থোপেডিক চিকিৎসক রোগীর পরিবারের কয়েকজনকে বেধড়ক মারধর করে বলেও জানান তাঁরা ।

এর জেরে রোগীর পরিবার হাসপাতালে ভাঙচুরও চালান ৷ ট্রমা কেয়ার সেন্টারের চেয়ার-টেবিল থেকে শুরু করে এক্স-রে মেশিন পর্যন্ত ভাঙচুর করা হয় । খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভবানীপুর থানার পুলিশ । তবে হাসপাতালে এভাবে হামলা এবং চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে । যাঁরা ভাঙচুর করেছেন, তাঁদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে আক্রান্ত চিকিৎসকরা । সরকারি জিনিসপত্র ভাঙচুর করার অভিযোগে ভবানীপুর থানার পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে ।

আরও পড়ুন :ইউটিউব থেকে এটিএম ভাঙচুরের পরিকল্পনা, শ্রীঘরে ইঞ্জিনিয়র পড়ুয়া

ABOUT THE AUTHOR

...view details