কলকাতা, 5 ডিসেম্বর: চিকিৎসায় গাফিলতির অভিযোগে রবিবার মধ্যরাতে উত্তাল এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার । হাসপাতালের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে(Allegation of Vandalism in Trauma Care Center of SSKM Against Patients Family)। 4 জন চিকিৎসককে মারধরেরও অভিযোগ ওঠে ৷
জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় মহম্মদ ইরফান নামে চুঁচুড়ার এক বাসিন্দাকে আনা হয় এসএসকেএম হাসপাতালে । ব্যান্ডেল থেকে মেটিয়াবুরুজে আসার সময় দুর্ঘটনায় আহত হন তিনি । অভিযোগ, পরিবার ট্রমা কেয়ার সেন্টারে রোগীকে নিয়ে আসার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা ৷ এরপর দেহটি ময়নাতদন্ত করার কথা বললেও তাতে আপত্তি জানায় মৃত ইরফানের পরিবার ।
যদিও মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতি ছিল । এমনকি শংসাপত্র লেখার সময়ও আপত্তি করেন তাঁরা । এরপর চারজন অর্থোপেডিক চিকিৎসক রোগীর পরিবারের কয়েকজনকে বেধড়ক মারধর করে বলেও জানান তাঁরা ।