পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Medical Negligence Allegation: ফের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ - চিকিৎসায় গাফিলতি

ফের সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল ৷ হাসপাতালের গাফিলতির জেরে মত্যু হয়েছে বছর 24-এর যুবকের ৷ এমনই অভিযোগ পরিবারের ৷

NRS Hospital
সরকারি হাসপাতাল

By

Published : Jan 17, 2023, 10:18 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: ফের সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ । চারটে হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা বলেও অভিযোগ । চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তোলে টালিগঞ্জের বাসিন্দা মেঘনাদ চন্দ্রের পরিবার । মেঘনাদের বয়স 24 বছর । খেলতে গিয়ে কুচকিতে চোট পেয়েছিলেন বলে জানা গিয়েছে । তারপর শনিবার বাইক থেকে পড়ে গিয়েও কুচকিতেই গুরুতরভাবে আঘাত লাগে তাঁর ।

পরিবারের দাবি, প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এমআর বাঙুর হাসপাতালে । সেখানে প্রাথমিক কিছু চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় ৷ তারপর রাতে ফের তার শরীর খারাপ হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । সেখানে ইউএসজি ও এক্স-রে করে ব্যাথা কমার ইনজেকশন দিয়ে বলা হয় সেরকম কোনও সমস্যা নেই । পরিবারের লোক এরপরেও এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে । পরিবারের আরও দাবি, ওই হাসপাতাল থেকে নাকি বলা হয়েছিল উপযুক্ত চিকিৎসক নেই এই মুহূর্তে হাসপাতালে । তাই তাঁকে রেফার করা হয় এনআরএস হাসপাতালে ।

পরিবারের অভিযোগ, এনআরএস হাসপাতালে সকাল 6টা নাগাদ রোগীকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে গেলে বলা হয় আগে কার্ড করিয়ে আনুন ৷ তারপর চিকিৎসা শুরু হবে । এখানে বলে রাখা দরকার, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে কার্ড করাতে হয় রোগী বা তার পরিবারকে ৷ মেঘনাদের পরিবারের অভিযোগ, নার্সের কাছে ভর্তির জন্য কার্ড তৈরি করতে যায় তাঁরা ৷ কিন্তু নার্স জানান, এত তাড়াতাড়ি কার্ড করা যাবে না, সময় লাগবে । এভাবে সকাল 9টা পর্যন্ত মেঘনাদকে ফেলে রাখা হয় হাসপাতার চত্বরে বলেও পরিবারের অভিযোগ । এরপর অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ পরিবারের অভিযোগ সেই সময় কোনও চিকিৎসক ছিলেন না । তখনই মৃত্যু হয় রোগীর ।

যদিও এ বিষয়ে হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই যুবকের অস্ত্রোপচার শুরু হয়েছিল । তবে অস্ত্রোপচার সময় বেডেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় চিকিৎসার গাফিলতির প্রেক্ষিতে মৃতের মা সুজাতা চন্দ্র অভিযোগ দায়ের করেন । তিনি নীলরতন সরকার হাসপাতালের সুপার ও এন্টালি থানায় অভিযোগ জানিয়েছেন বলে খবর ৷

আরও পড়ুন:সরকারিতে গাফিলতি, কারখানার মেশিনে কাটা পড়া ব্যক্তির তিনটি আঙুল জুড়ল বেসরকারি হাসপাতালে

ABOUT THE AUTHOR

...view details