কলকাতা, 9 জুন:প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন...৷ হাসফাঁস গরমে কাহিল বঙ্গ ৷ গোদের উপর বিষফোঁড়া হিসেবে আবার ছড়ি ঘোরাচ্ছে লোডশেডিং ৷ গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় যখন-তখন নিভছে বাতি, স্তব্ধ হচ্ছে পাখা ৷ অতিরিক্ত চাহিদার চাপে তবে কি বিদ্যুৎ ঘাটতি ? নিজেদের মতো করে সাফাই দিয়েছে সিইএসসি ৷ তবে এ সবের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের দ্বারা বিদ্যুৎ দফতরকেই বিদ্যুৎ প্রদানের বেনজির উদ্য়োগ পথ দেখাচ্ছে আগামীকে ৷ সৌজন্যে আলিপুর থানা ৷
রাজ্যজুড়ে লোডশেডিং-এর উপদ্রব বাড়লেও রাজ্য সরকারের তরফ থেকে বারবার জানানো হচ্ছে, অন্যান্য রাজ্যের তুলনায় বিদ্যুৎ উৎপাদনে পশ্চিমবঙ্গ সবার থেকে এগিয়ে । কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সব ট্রান্সফর্মার রয়েছে, সেগুলি বেশি পরিমাণে বিদ্যুৎ নিয়ে প্রতিটি বাড়িতে সরবরাহ করার পক্ষে ততটা যোগ্য নয় । আর তার ফলেই দিনের পর দিন বাড়ছে লোডশেডিং । তার উপর ঘরে ঘরে এসি ও অন্যান্য গ্যাজেট ক্রমে বৃদ্ধি পাওয়ায় চাপ বাড়ছে বিদ্যুৎ দফতরগুলির উপর ৷
এই অবস্থায় দৃষ্টান্ত হিসেবে পথ দেখাচ্ছে আলিপুর থানা ৷ তারা দেশের এমন একটি থানা যারা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের প্রয়োজন মেটাচ্ছে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ সিইএসসিকে প্রদান করছে । সৌরবিদ্যুৎ ব্যবহার করে এই অসাধ্য সাধন করেছে তারা ৷