পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্তের মায়ের সঙ্গে বৈঠক, হোম আইসোলেশনে স্বরাষ্ট্রসচিব

সোমবার রাজ্যের প্রথম কোরোনা আক্রান্তের মায়ের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব । সেই সূত্র ধরেই তাঁকে হোম আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Mar 18, 2020, 3:20 PM IST

Updated : Mar 18, 2020, 5:13 PM IST

কলকাতা, 18 মার্চ : হোম আইসোলেশনে গেলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি বন্দ্যোপাধ্যায়কেও । কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি । সোমবার রাজ্যের প্রথম কোরোনা আক্রান্তের মায়ের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব । সেই সূত্র ধরেই তাঁকে হোম আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

গতকাল রাজ্যে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে । ইংল‌্যান্ড ফেরত ওই যুবক এই মুহূর্তে বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন । আক্রান্তের মা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আমলা । তিনি নবান্নে কর্মরত । ছেলের এই ধরনের উপসর্গ দেখেও তিনি না কি কোনও যথাযথ ব্যবস্থা নেননি বললে অভিযোগ তুলেছেন একাংশ । ইতিমধ্যেই নবান্ন থেকে রাজ্যবাসীর জন্য দেওয়া হচ্ছে সতর্কবার্তা এবং নির্দেশিকা । স্বাস্থ্য দপ্তর থেকে বারবার বলা হচ্ছে, যদি কারও শরীরে কোরোনার প্রাথমিক লক্ষণ থাকে তবে তাঁর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা সব মানুষের হোম আইসোলেশনে চলে যাওয়া উচিত । প্রশ্ন উঠছে, তারপরও ওই আমলা কীভাবে অফিস করছিলেন ?

এই সময়ের মধ্যে নবান্নে তাঁর সংস্পর্শে এসেছেন অনেকেই । সোমবার তাঁর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । যেহেতু কোরোনা আক্রান্তের মায়ের সংস্পর্শে এসেছিলেন তিনি, সেই কারণে নির্দেশিকা অনুযায়ী তার আইসোলেশন চলে যাওয়া উচিত । তাই নিয়ম মেনেই আজ হোম আইসোলেশনে গেলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে তাঁর স্ত্রী সোনালি বন্দ্যোপাধ্যায়ও আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । নবান্ন সূত্রে খবর, যে দু-তিনদিন অফিস করেছিলেন ওই আমলা, সেই সময় তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের প্রত্যেককেই আইসোলেশনে যাওয়ার কথা বলা হয়েছে ।

Last Updated : Mar 18, 2020, 5:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details