কলকাতা, 13 মার্চ: রাজ্য বিধানসভায় সোমবারই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে প্রস্তাব পাশ করেছে রাজ্য বিধানসভা। ঠিক সেই দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে । যতদূর জানা যাচ্ছে, জাতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতা-নেত্রীরা যেভাবে এক ছাতার তলায় আসতে শুরু করেছেন তা নিয়েই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হতে পারে অখিলেশের (Akhilesh Yadav May be Meeting with Mamata Banerjee) ।
এখনও পর্যন্ত যে সূচি পাওয়া গিয়েছে তাতে আগামী শুক্রবার রাজ্যের এক পাঁচতারা হোটেলে সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। সেই বৈঠকের মাঝেই মমতা এবং অখিলেশ মুখোমুখি হতে পারেন বলে খবর। এদিকে একই দিনে দলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন মমতাও। দুই দলের গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝে শেষ পর্যন্ত মমতা ও অখিলেশ মুখোমুখি হলে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে আট দলের নয় বিরোধী নেতা-নেত্রী মিলে ইডি, সিবিআই-সহ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সীগুলির অপব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন।