কলকাতা , 8 ডিসেম্বর : বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ঢেলে সাজানো হল শহরের কংগ্রেসের সংগঠনকে । উত্তর কলকাতা জেলা কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক প্রেসিডেন্ট মনোনীত করা হয় । আর সাংগঠনিকভাবে দক্ষিণ কলকাতা সহ বিস্তীর্ণ এলাকার কংগ্রেস কর্মীদের দায়িত্ব দেওয়া হল বিধানসভা নির্বাচনের জন্য । এখন থেকেই তৈরি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস কর্মীদের । পাশাপাশি , জেলা ও ব্লকগুলিকে নতুনভাবে সাজানো হয়েছে । অঞ্চল ও বুথ কমিটি পর্যন্ত সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস ।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে , রাজ্যব্যাপী কংগ্রেসের প্রথম দফার জেলা মিছিল এবং সভার পর এআইসিসির প্রতিনিধিদের সঙ্গে রাজ্য স্তরের নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । চলতি মাসের 17 তারিখ বৈঠকের দিন ঠিক করা হয়েছে । বৈঠকে মূলত , সংগঠনের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে । বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক জিতিন প্রসাদ ।