পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্য অধিকর্তার ঘরের সামনে সরকারি চিকিৎসকদের বিক্ষোভ - sasthya bhaban

স্বাস্থ্য ভবনের সামনে বিকেল থেকে বিক্ষোভ দেখালেন সরকারি চিকিৎসকরা। তাঁরা অভিযোগ করেছে, MD ও MS কোর্সে ভরতি হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না তাঁদের।

By

Published : Apr 8, 2019, 11:53 PM IST

কলকাতা, 8 এপ্রিল : আজ বিকেল 4 টে থেকে অবস্থান শুরু করেছেন সরকারি চিকিৎসকরা। তাঁদের দাবি, তাঁরা MD ও MS কোর্সে ভরতি হওয়ার যোগ্য হলেও স্বাস্থ্যভবন থেকে তাঁদের অনুমতি দেওয়া হচ্ছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যভবনে স্বাস্থ্য অধিকর্তার ঘরের সামনে তাঁদের এই অবস্থান-বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

MD ও MS-এর জন্য তাঁরা যোগ্য। কিন্তু তারপরেও কোর্সে ভরতি হওয়ার জন্য অনুমতি পাচ্ছেন না স্বাস্থ্য ভবন থেকে। এই 115 জন সরকারি চিকিৎসক ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT)-এর দ্বারস্থ হন। তাঁদের এই কোর্সে ভরতি হওয়ার অনুমতি দেয় SAT। অভিযোগ, গত 2 এপ্রিল SAT-এর এই নির্দেশের পরও ভরতির অনুমতি পাচ্ছেন না এই চিকিৎসকরা। তাই আজ বিকেল থেকে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এই সরকারি চিকিৎসকদের অনেকে।

যতজন সরকারি চিকিৎসক রয়েছেন, তার 10 শতাংশকে MD/MS-এ ভরতির অনুমতি দিতে পারে স্বাস্থ্য দপ্তর, এ কথা জানিয়ে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "10 শতাংশের হিসাবে এবছর 466 জন সরকারি চিকিৎসক MD অথবা MS কোর্সে ভরতির সুযোগ পাবেন। এদিকে, বিশেষজ্ঞ হতে এই কোর্সে ভরতির জন্য এবছর 431 জন সরকারি চিকিৎসক যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন। হিসাব অনুযায়ী এই সব চিকিৎসকই ভরতি হওয়ার অনুমতি পাবেন স্বাস্থ্য ভবন থেকে।" একইসঙ্গে তিনি বলেন, "কিন্তু, 237 জন সরকারি চিকিৎসককে MD অথবা MS-এ ভরতির জন্য অনুমতি দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের এই নির্দেশের বিরুদ্ধে 115 জন সরকারি চিকিৎসক SAT-এর দ্বারস্থ হয়েছিলেন। এই 115 জনকে MD অথবা MS-এ ভরতির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে SAT।"

সরকারি চিকিৎসকদের এই সংগঠনের কোষাধ্যক্ষ স্বপন বিশ্বাস বলেন, "SAT-এর এই নির্দেশ মানছে না স্বাস্থ্য ভবন।" অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার আগে এদিন স্বাস্থ্য অধিকর্তার কাছে এই সব সরকারি চিকিৎসকদের তরফে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details