পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভেরিফিকেশনে ডাক না পেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

আপার প্রাইমারির সেকেন্ড ফেজ়ের ভেরিফিকেশনের ডাক না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কয়েকজন প্রার্থী।

ফাইল ফোটো

By

Published : Mar 19, 2019, 9:52 PM IST

কলকাতা, ১৯ মার্চ: আপার প্রাইমারির সেকেন্ড ফেজ়ের ভেরিফিকেশনের ডাক না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কয়েকজন প্রার্থী। টেট ২০১৫ আপার প্রাইমারির সেকেন্ড ফেজ়ের ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন লেটার পাননি ওই প্রার্থীরা। গতকাল তারা বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করেন।

সামিমা নাসরিন ৯০ নম্বরের মধ্যে ৭৩ পেয়েছে। মহঃ আবদুল্লা ও সাদেকা খাতুনের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৬ ও ৭২। তাঁরা প্রত্যেকেই ইংরেজি বিষয়ের প্রার্থী। তাঁরা সেকেন্ড ফেজ় ভেরিফিকেশনের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছে না। কিন্ত, জনৈক প্রার্থী যাঁর প্রাপ্ত নম্বর ৭১.৩৩২, তিনি ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পেরেছেন।

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "আমার মক্কেলরা প্রত্যেকেই টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত। অথচ তাঁরা নিয়োগ প্রক্রিয়ার বাইরে চলে গেছেন। যদিও তাঁরা নম্বর বেশি পেয়েছেন।"

প্রসঙ্গত, ১৩ মার্চ একই ইশুতে হাইকোর্টে মামলা করেছিলেন ঝরনা গায়েন, ভোলানাথ সর্দার ও শুভাশিস সর্দার। তাঁরা প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থী।

ABOUT THE AUTHOR

...view details