কলকাতা, 3 জুলাই: সায়নী ঘোষ যুব তৃণমূলের সভানেত্রী হওয়ার পরেই যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ পেয়েছিলেন কুন্তল ঘোষ । কুন্তলের এই পদ পাওয়ায় সায়নীর কোনও প্রভাব রয়েছে কি না, তা জানার জন্য চেষ্টা চালাচ্ছে সিবিআই । অর্থাৎ বলাই চলে যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর এ বার সিবিআইয়ের নজরে সায়নী ঘোষ ।
ইডি-র হাতে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । এ বার শিক্ষা দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের কী যোগ রয়েছে, তা জানার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে সমান্তরাল তদন্ত করছে সিবিআই । নিজাম প্যালেস সূত্রের খবর, খুব শিগগিরই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে ডাকা হতে পারে । মূলত সায়নী ঘোষ তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষা দুর্নীতি কাণ্ডে কী ভূমিকা পালন করেছিলেন, তা জানার জন্য এ বার সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন সায়নী ।
কিছুদিন আগেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে প্রায় 11 ঘণ্টা ধরে সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । 5 জুলাই সায়নীকে ফের ইডি দফতরে তলব করা হয়েছে । টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে একটি এক্সইউভি গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল ঘোষ । কুন্তল ঘোষের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথিপত্র ঘেঁটে গোয়েন্দারা জানতে পারেন যে, টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য যুব নেত্রী সায়নী ঘোষকেও একটি এক্সইউভি গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল । সেই গাড়িতে করে নাকি মাঝে মধ্যেই ঘুরে বেড়াতে দেখা যেত সায়নী ঘোষকে ।