পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rehabilitation in Boubazar: 4 বছর পর বউবাজারে ঘরছাড়াদের পুনর্বাসন ঘোষণা করল কেএমআরসিএল - কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড

KMRCL Announces Rehabilitation in Boubazar Metro Case: চার বছর পর বউবাজারে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ঘোষণা করল কেএমআরসিএল ৷ 2026 সালে তাঁরা বাড়ি হাতে পাবেন ৷

Rehabilitation in Boubazar ETV BHARAT
Rehabilitation in Boubazar

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:55 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: বউবাজারে মেট্রোর কাজের জন্য গৃহহীনদের অবশেষে পুনর্বাসন ঘোষণা করল কেএমআরসিএল ৷ আজ সেই সংক্রান্ত পরিকল্পনা ও তথ্য জানিয়ে বউবাজারের একাধিক জায়গায় ব্যানার লাগালো কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড ৷ জানানো হয়েছে, 2026 সালের মার্চ মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা পুনর্বাসন পেয়ে যাবেন ৷ আর 2025 সালের ডিসেম্বরের মধ্যে বহুতল তৈরির কাজ শেষ হয়ে যাবে ৷ কাজ শুরু হবে আগামী বছর এপ্রিল মাসে ৷

চার বছর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জেরে আচমকাই বউবাজার এলাকায় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছিল ৷ এমনকি হুড়মুড়িয়ে ভেঙেও পড়েছিল কয়েকটি বাড়ি ৷ পরবর্তী সময়েও দু’দফায় ফাটলের কারণে ঘরছাড়া হতে হয়েছিল একাধিক পরিবারকে ৷ সেই সময় ক্ষতিপূরণ দেওয়া হলেও, পুনর্বাসন দেওয়া নিয়ে কম কাঠখড় পোড়াতে হয়নি ঘর ছাড়াদের ৷ শেষমেষ কেএমআরসিএল ঘোষণা করল পুনর্বাসন দেওয়ার কথা ৷ সেই বিস্তারিত পরিকল্পনা জানিয়েই বউবাজারের একাধিক জায়গায় ব্যানার লাগিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড ৷

তবে, ঘরছাড়াদের বক্তব্য যতদিন না বৈধ কাগজপত্র হাতে নিয়ে নিজেদের বাড়িতে পা রাখছেন, ততদিন নিশ্চিন্ত হতে পারছেন না তাঁরা ৷ কাজ সুষ্ঠু ভাবে শেষ হয়ে সকলে নিজেদের ঘরে ফিরুন ৷ এমনটাই আশা ব্যক্ত করেছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে ৷ গত বৃহস্পতিবার বউবাজারের মেট্রোর কাজের জন্য বাড়ি বিপর্যয়ের চার বছর পূরণ হয়েছে ৷ আর তার পরপরই এলাকার দুর্গা পিতুরি লেন, বি বি গাঙ্গুলি স্ট্রিট-সহ একাধিক জায়গায় বাড়ি তৈরি করে দেওয়া সংক্রান্ত ব্যানার লাগানো হয়েছে ৷

আরও পড়ুন:বউবাজারের 14 জনকে ক্ষতিপূরণ মেট্রো কর্তৃপক্ষের, 2019 সালের ক্ষতিগ্রস্তরা বাড়ি পাবেন আগামী বছর

ব্যানারে কেএমআরসিএল কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে তা হল- আগামী বছর অর্থাৎ, 2024 সালের এপ্রিল মাসের প্রথম থেকে বাড়ি তৈরির কাজ শুরু করবে কেএমআরসিএল ৷ কাজ চলবে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এর পর 2026 সালের মার্চ মাসের মধ্যে বাড়ি হাতে পাবেন বাসিন্দারা ৷ কর্পোরেশন সূত্রে খবর, পৌর আইন মেনে বাড়ি করার ক্ষেত্রে ছাড় দেওয়া-সহ নানা সমস্যা আছে ৷ যেহেতু সীমিত জায়গা তাই পৃথক বাড়ির বদলে আবাসন করে দেওয়ার ক্ষেত্রে সওয়াল করেছিল রেল ৷ যদিও, সেই দাবি মানতে রাজি নন বাসিন্দারা ৷

তবে, বাসিন্দাদের সমস্যা সমাধানে এই বিষয়টি কলকাতা পৌরনিগম বিশেষ মামলা হিসেবে দেখতে পারে ৷ সেক্ষেত্রে খানিকটা শিথিল করা হতে পারে নিয়ম ৷ কমবেশি 26টি বাড়ি বানিয়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা আছে ৷ এই ব্যানার প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, ‘‘কেএমআরসিএল তাদের অবস্থান স্পষ্ট করে ভালো করেছে ৷ ঘরছাড়া মানুষগুলি কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন ৷ প্রতিশ্রুতি মতো কাজ করুক ৷ মেট্রো উন্নয়নের জন্য দরকার, আবার ঘরছাড়াদের বাড়িও ৷’’

ABOUT THE AUTHOR

...view details