কলকাতা, 5 সেপ্টেম্বর : বউবাজারের মেট্রো বিপর্যয় নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে । আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে । কিন্তু পরিস্থিতি এখনও যে নিয়ন্ত্রণে আসেনি তা আজ জানিয়ে দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ । বরং আরও বেশি এলাকার মাটি বসে যাচ্ছে । এরফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে । পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এক-দুদিনের মধ্যে বউবাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে ।
দু-এক দিনের মধ্যেই বউবাজারের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিতে শুরু করবে রাজ্য - কলকাতা
পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, এক-দু' দিনের মধ্যেই বউবাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে ।
আজ নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে বউবাজার মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর গঠিত কোর কমিটির বৈঠকে বসে । KMRCL-র কর্তারা সেখানেই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কথা জানিয়ে দেন । ফিরহাদ হাকিম জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে, ক্ষয়ক্ষতির পরিমাণ যথাসম্ভব কম করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিরহাদ বলেন, "KMRCL-র কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি । বিশেষজ্ঞদের এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে । পৌরসভার কাছে দুশো গাড়ি জল চেয়েছিল । তা দেওয়া হয়েছে । এখন ওরা বলছে জল ঢেলে ফাটল ঠেকাবে । এটা টেকনিক্যাল ব্যাপার । ওরা বুঝবে ।"
তিনি আরও বলেন, "ক্ষতিগ্রস্তদের নথিপত্র সবকিছুই চাপা পড়ে গেছে । তাই ওদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের বই সবকিছুর নকল কপি বার করা হবে । চেক পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পৌরসভার কাউন্সিলর ‘আইডেনটিফিকেশন’ সার্টিফিকেট দেবে ।"