কলকাতা, 21 মে : চলে গেলেন সাহিত্যিক অদ্রীশ বর্ধন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর । গতকাল রাত 1টা 30 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি ।
তাঁর জন্ম কলকাতায় 1932 সালের 1 ডিসেম্বর । ছোটো থেকেই অ্যাডভেঞ্চারের প্রতি টান ছিল তাঁর । সেকারণে বার বার চাকরি বদল করেন । অবশেষে, সম্পূর্ণভাবে চলে আসেন লেখার জগতে । 1963 সালে আকাশ সেন ছদ্মনামে ভারতের প্রথম কল্পবিজ্ঞানের মাসিক পত্রিকা "আশ্চর্য!" প্রকাশ করেন । সম্পাদনা করেছেন ফ্যানটাসটিক, কিশোর মন, সুইডেন থেকে প্রকাশিত এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স-ফিকশন-এর মতো পত্রিকা ।
অদ্রীশ বর্ধন সৃষ্ট চরিত্রগুলি হল ইন্দ্রনাথ রুদ্র, ফাদার ঘনশ্যাম, প্রফেসর নাটবল্টু চক্র, রাজা কঙ্ক, জিরো গজানন, নারায়ণী, এবং চাণক্য চাকলা । তাঁকে কল্পবিজ্ঞানের লেখক বলা হলেও, গোয়েন্দা কাহিনী দিয়েই সাহিত্য জগতে পদর্পন করেন অদ্রীশবাবু । অনুবাদ করেছেন শার্লক হোমস, জুল ভার্ন ও ডগার অ্যালেন পো-র মতো গ্রন্থ ।