পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্য থেকে শ্রমিকদের ফেরাতে অনীহা মুখ্যমন্ত্রীর : অধীর চৌধুরি - lockdown

অধীর চৌধুরি বলেন, রেলমন্ত্রী তাঁকে জানিয়েছেন, গতকাল পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার শ্রমিকদের ফেরাতে রাজি ছিলেন না । আজ তিনি রাজি হয়েছেন বলে জানিয়েছেন ।

অধীর চৌধুরি
অধীর চৌধুরি

By

Published : May 1, 2020, 10:09 PM IST

কলকাতা, 1 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের এরাজ্যে ফিরিয়ে আনতে চাইছেন না । আজ এই অভিযোগ করলেন অধীর চৌধুরি । আজ দুপুরে তাঁকে ফোন করেন বর্তমান রেলমন্ত্রী পীযূষ গোয়েল । শ্রমিকদের দ্রুত রাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য ফোনেই ফের আবেদন করেন অধীর চৌধুরি ।

রেলমন্ত্রীর সঙ্গে অধীর চৌধুরির দীর্ঘ কথোপকথনের সিংহভাগ জুড়েই ছিল ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার বিষয়টি । রেলমন্ত্রীকে অধীরবাবু জানান, প্রায় 1200 শ্রমিককে ফেরাতে হায়দরাবাদ থেকে হাতিয়া, তেলাঙ্গানা থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে । তাহলে বাংলার শ্রমিক বঞ্চিত হবে কেন ? বাংলার শ্রমিকদেরও ফিরিয়ে আনার আবেদন করেন তিনি ।

অধীর চৌধুরি বলেন, রেলমন্ত্রী তাঁকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে তাঁর কথা হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় এখনই শ্রমিকদের ফিরিয়ে আনতে রাজি নন । পরে, আজ মন্ত্রিসভার বৈঠক হয় । স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হয় । তারপর আজ একই দিনে দ্বিতীয়বার অধীর চৌধুরিকে ফোন করেন পীযূষ গোয়েল । নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি । বলেন, অতি দ্রুত ট্রেন চলাচল শুরু হবে দেশে । গতকাল পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার শ্রমিকদের ফেরাতে রাজি ছিলেন না । আজ তিনি রাজি হয়েছেন বলে অধীর চৌধুরিকে জানান রেলমন্ত্রী ।

অধীর চৌধুরি বলেন, "বাংলার দাবি, শ্রমিকদের দাবির কথা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে । মুখ্যমন্ত্রী আর দেরি করবেন না । দ্রুতি দাবি-দাওয়া ও শ্রমিকদের সম্পর্কে যাবতীয় তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পেশ করুন । দেশের বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকরা কাজ করছে । তারা আটকে রয়েছে এই দুর্দিনে । কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, ওড়িশা, গুজরাত-সহ বিভিন্ন জায়গায় বাংলার শ্রমিক রয়েছে । রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে দাবি জানানো হলে স্বরাষ্ট্রমন্ত্রক যথাযথ ব্যবস্থা নেবে । আর দেরি করবেন না । প্রয়োজনে আমাকেও সঙ্গে পাবেন । পশ্চিমবঙ্গের হয়ে আমিও স্বরাষ্ট্রমন্ত্রকে ফের কথা বলব । পরিযায়ী শ্রমিকদের অতি দ্রুত ঘরে ফেরানোর ব‍্যবস্থা করুন ।"

ABOUT THE AUTHOR

...view details