পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : BJP-র IT সেলের প্রধানকে 'ট্রোল ইন চিফ' বলে কটাক্ষ নুসরতের - Head of BJP IT Cell Amit Malabhya

BJP-র IT সেলের প্রধান অমিত মালভ্যর বিরুদ্ধে রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে ভুল তথ্য পোস্ট করার অভিযোগ নুসরতের । মিস্টার ট্রোল ইন চিফ বলে কটাক্ষও করেন নুসরত ।

Nusrat Jahan
নুসরত জাহান

By

Published : May 8, 2020, 7:49 AM IST

কলকাতা, 8 মে : BJP-র IT সেলের প্রধান অমিত মালভ্যর বিরুদ্ধে রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে ভুল তথ্য পোস্ট করার অভিযোগ আনলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান । 'মিস্টার ট্রোল ইন চিফ' বলে কটাক্ষ করেন অমিতকে ।

সম্প্রতি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করেন অমিত । সেই পোস্টেরই তীব্র বিরোধিতা করেন নুসরত । অমিতের ওই পোস্টের তথ্য ভুল বলে অভিযোগ জানান তিনি । আর এই ভুল তথ্য পোস্ট করায় অমিতের তীব্র নিন্দা করেন নুসরত । শুধু তাই নয়, অমিতকে 'ট্রোল ইন চিফ' বলেও কটাক্ষ করেন তিনি ।

বিরোধী রাজনৈতিক নেতাদের ক্রমাগত কটাক্ষ করায় অমিত মালভ্য একটি বিতর্কিত নাম হয়ে উঠেছে । বিভিন্ন সময়ে সোশাল মিডিয়ায় সোনিয়া গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী দলের নেতাদের সম্পর্কে কটাক্ষ করতে দেখা গেছে অমিতকে । তাঁর এই বিষয়টি ভালোভাবে নেন না রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ।

ABOUT THE AUTHOR

...view details