কলকাতা ,13 ফেব্রুয়ারি : আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফিরে যাওয়ার সময় তিনি ক্যাম্পাসে পড়ুয়াদের রাখা CAA, NRC ও NPR বিরোধী ব্যানারে সাক্ষর করেন লাল পেন দিয়ে । পড়ুয়াদের বিরোধিতায় সমর্থন জানাতেই তিনি এই স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন ৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে CAA, NRC বিরোধী ব্যানারে স্বাক্ষর সৌমিত্র চট্টোপাধ্যায়ের - ফিল্ম ফেস্টিভ্যাল
২৬ জানুয়ারি একটি ভিডিয়ো বার্তায় সংবিধানের ভূমিকা বুঝিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তবে, অন্য বিশিষ্টজনদের মতো পথে নামতে দেখা যায়নি তাঁকে ৷ তবে আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে CAA বিরোধী ব্যানারে স্বাক্ষর করেন তিনি ৷
১১ ফেব্রুয়ারি থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চলছে একটি ফিল্ম ফেস্টিভাল ৷ আয়োজক সোশিও কালচারাল ফোরাম ISPAT । সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে । আজ তিনি, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও অনীক দত্ত যান সেই অনুষ্ঠানে । অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় পড়ুয়ারা তাঁর দৃষ্টি আকর্ষণ করেন CAA, NRC ও NPR বিরোধী ব্যানারে, যেখানে বিরোধিতার সমর্থনে সংগ্রহ করা হচ্ছিল সাক্ষর । তারপরই সেই ব্যানারে লাল পেন দিয়ে স্বাক্ষর করেন সৌমিত্র চট্টোপাধ্যায় । CAA, NRC ও NPR-এর প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, অনীক দত্ত, তরুণ মজুমদারের মতো বহু বিশিষ্টজনরা ৷ বিরোধিতা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও ।
২৬ জানুয়ারি একটি ভিডিয়ো বার্তায় সংবিধানের ভূমিকা বুঝিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তবে, অন্য বিশিষ্টজনদের মতো পথে নামতে দেখা যায়নি তাঁকে । এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে CAA, NRC, ও NPR বিরোধী ব্যানারে তাঁর এই স্বাক্ষর করা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টমহল