পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণ আইনজীবীর - old man died

হর্ন বাজানোর প্রতিবাদ করায় ব্যক্তির মারধরে মৃত্যু বৃদ্ধের ৷ মৃতের নাম রমেশ বেহেল ৷ ঘটনায় মূল অভিযুক্ত আইনজীবী তড়িৎ শিকদার ভবানীপুর থানায় আজ আত্মসমর্পণ করেন ৷ ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু কলকাতা পুলিশের ৷

ছবি

By

Published : Oct 21, 2019, 2:07 PM IST

কলকাতা, 21 অক্টোবর: অধৈর্য ব্যক্তির মার বৃদ্ধকে । ঘটনার জেরে বকুল বাগান রোড এলাকায় মৃত্যু হয় একটি সিকিউরিটি এজেন্সির ডিরেক্টরের । ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে কলকাতা পুলিশ । ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন আইনজীবী তড়িৎ শিকদার । আজ তিনি ভবানীপুর থানায় আত্মসমর্পণ করলেন ।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি 17 অক্টোবর দুপুর 1 টা নাগাদ ঘটে । বকুলবাগান রোড এবং রমেশ মিত্র রোডের সংযোগস্থলে গাড়ি থেকে নেমে কিছু কাজ করছিলেন রমেশ বেহেল । বয়স 68 । পিছন থেকে অন্য একটি গাড়ি এসে টানা হর্ন দিতে থাকে । ঘটনার মৃদু প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা রমেশ । তখন ওই গাড়ি থেকে নেমে আসেন তড়িৎ শিকদার । তিনি ধাক্কা মারেন বৃদ্ধকে । থাপ্পড়ও মারেন ৷ এতে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ । আশপাশের মানুষের ভিড় জমাতে শুরু করলে গাড়ি নিয়ে পালিয়ে যান পেশায় আইনজীবী তড়িৎ । তারপর রমেশবাবুকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : গাড়ি সরাতে দেরি, যুবকের মারে মৃত্যু বৃদ্ধের

ঘটনায় রমেশবাবুর গাড়িচালক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ । এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে পুলিশ । জানা যায়, গাড়িটি ছিল আইনজীবীর । তাঁর খোঁজ চলছিল । আজ তিনি নিজেই তিনি ভবানীপুর থানায় আত্মসমর্পণ করেন । আলিপুর আদালতে আজ তাঁকে তোলা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details