কলকাতা, 18 এপ্রিল: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে না বলে জানিয়ে দিল সিবিআই ৷ আজ তারা চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে তৃণমূল সাংসদকে ৷
গতকাল সিবিআইয়ের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও আজই হাজিরা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল । গতকাল বেলা 11টায় দেশের শীর্ষ আদালত রায় ঘোষণা করলেও দুপুর 1টা 40 মিনিটে অভিষেকের কাছে পৌঁছয় সিবিআইয়ের সমন ৷
সেখানে বলা ছিল যে, আজ সিবিআই অফিসে হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয় বঙ্গ রাজনীতিতে । অভিষেক বন্দ্যোপাধ্যায় পালটা সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেন ।
গোটা বিষয়টি মিডিয়ায় জানাজানি হতেই অনেকটাই চাপ তৈরি হয় সিবিআইয়ের উপর । এই অবস্থায় মঙ্গলবার অর্থাৎ আজ সিবিআই-এর তরফ থেকে পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনই হাজিরার প্রয়োজন নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের । আপাতত হাজিরা স্থগিত রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।