কলকাতা, 6 জুলাই: কংগ্রেসের পাশাপাশি পরিবারতন্ত্র নিয়ে তৃণমূলকেও আক্রমণ করছে বিজেপি ৷ দলের অন্দরে এবং বাইরেও 'ভাইপো' কটাক্ষের মুখোমুখি হয়েছে তৃণমূল ৷ আর তা নিয়েই অবশেষে মুখ খুলেছিলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ নামখানার সভা থেকে অভিষেককে পাশে নিয়ে মমতা সাফ বোঝাতে চেয়েছিলেন, তৃণমূলে পরিবারতন্ত্রের কোনও স্থান নেই ৷ যার যুক্তি হিসাবে তাঁর ব্যাখ্যা ছিল অভিষেক 'ছোট' থেকেই রাজনীতিতে যুক্ত ৷ এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও সেই পরিবারতন্ত্র নিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখতে শোনা গেল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৃহস্পতিবার জোরের সঙ্গে দাবি করেছেন, তিনিই হবেন প্রথম ব্যক্তি, যিনি পরিবারতন্ত্রের রাজনীতির অবসান ঘটাতে কেন্দ্রের আইনকে সমর্থন করবেন ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, বিজেপি যদি এমন কোনও বিল আনে সংসদে তবে তিনি তা সমর্থন করবেন। এমনকী এই পরিবারতন্ত্রের রাজনীতি আদতে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু বলেও দাবি করেছেন অভিষেক ৷
বরাবরই বিজেপির আক্রমণের লক্ষ্যবস্তু থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 'ভাইপো' ইস্যু শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মোদির গলাতেও ৷ আর রাজ্য বিজেপি নেতারা তো আকছারই শুধু তৃণমূল নয়, দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের উদাহরণ হিসাবে অভিষেককেই শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে থাকেন ৷ সূত্রের খবর, তৃণমূলে অভিষেকের উল্কা সদৃশ উত্থান নিয়ে দলের বাইরে যেমন সমালোচনা হয়, তমনই দলের অন্দরেও এই বিষয়ে কম আলেচনা হয় না ৷ আর তা বুঝতে পেরেই হাল ধরেছিলেন মমতা ৷ বস্তুত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে পরিবারতন্ত্রের এই অভিযোগ আগে কেউ করতে পারেনি ৷ কংগ্রেস, এনসিপি-সহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে যে আরোপ সহজেই বিজেপি লাগাতে পারে ৷ কিন্তু তৃণমূলে অভিষেকের খ্য়াতি বৃদ্ধির জেরে পরিবারতন্ত্রের সেই দোষে দুষ্ট হয়েছে তৃণমূলও !