দুর্গাপুর, 18 মে: বিচারপতি অমৃত সিনহার রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পালানোর পক্ষপাতী নন তিনি । প্রয়োজনে জনসংযোগ কর্মসূচি থামিয়ে তদন্তে সহযোগিতা করবেন ।
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখে বিচারপতি অমৃতা সিনহা এদিন জানিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে কোনও বাধা নেই কেন্দ্রীয় এজেন্সির । উলটে আদালতের সময় নষ্টের জন্য উভয়কে 25 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার কথা বলেছেন বিচারপতি । এদিন তারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিষেক জানিয়ে দিলেন, দরকার হলে জনসংযোগ কর্মসূচি একদিনের জন্য থামিয়ে তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত ।
এদিন অভিষেক বলেন, ‘‘সুপ্রিম কোর্ট বলেছে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয়, দিল্লিতে না ডেকে আমাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে । এরপরেও ইডি আমাকে একাধিকবার চিঠি পাঠিয়েছে আমি গিয়েছি । আমাকে যদি কোনও মামলায় কোনও তদন্তকারী সংস্থা ডাকে, আমি অবশ্যই যাব । আপনারা দেখছেন ঝড় জল বৃষ্টির মধ্যেও আমাদের জনসংযোগ যাত্রা চলছে । একদিনের জন্যও আমরা এই কর্মসূচিকে থামাইনি । যে লক্ষ্য নিয়ে আমরা বেরিয়েছি তাতে আগামিদিন মানুষের মতামত নিয়ে মানুষের পঞ্চায়েত গঠন করা হবে । সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা কাজ করছি । কিন্তু তদন্তের কারণে কোনও সংস্থা যদি আমাকে সমন পাঠিয়ে ডাকে । প্রয়োজন হলে যাত্রা একদিনের জন্য থামিয়ে তদন্তকারী সংস্থার অফিসে যাব । এবং তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা আমার কর্তব্য ।’’
এখানেই শেষ নয় এই রায় নিয়ে তারপর পরবর্তী পদক্ষেপ ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক আরও বলেন, ‘‘যেকোনও বিচারপতি রায় দিতে পারেন ৷ এটা তাঁর এক্তিয়ার । ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমার কাছে সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চের রাস্তাও খোলা রয়েছে । আমি অর্ডারের কপি এখনও হাতে পাইনি । অর্ডারের কপি হাতে পেলে আগামিদিন আমি ডিভিশন বেঞ্চে আপিল করতে পারি এবং আমি সুপ্রিম কোর্টেও আপিল করতে পারি । একজন দেশের নাগরিক হিসেবে আমার কাছে এই অপশনগুলি খোলা রয়েছে ।’’