কলকাতা, 31 ডিসেম্বর : সম্মিলিতভাবে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতার জন্য তৃণমূল সুপ্রিমোকে চিঠি পাঠালেন আবদুল মান্নান । রাজ্যের বাম নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই গতকাল এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি । বাম-কংগ্রেস জোট একসঙ্গে NRC-র বিরুদ্ধে লড়ছে । এবার এই লড়াইয়ে তারা পাশে চায় তৃণমূলকেও । বিরোধিতা জোরদার করার জন্যই এই উদ্যোগ । চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সর্বদলীয় বৈঠকের আবেদন করা হয়েছে ।
CAA-NRC-র প্রতিবাদে জোটের জন্য মমতাকে চিঠি মান্নানের
আবদুল মান্নান বলেন, "মেরুকরণ করে হিন্দুরাষ্ট্র করার চক্রান্ত করছে BJP সরকার । সমস্ত শক্তি একজোট হয়ে এক ছাতার তলায় এসে এর বিরুদ্ধে লড়া উচিত ।"
ধর্মীয় মেরুকরণ করে দেশটাকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে । কিন্তু পশ্চিমবঙ্গে NRC কার্যকরী হবে না । কিন্তু কে বলতে পারে পরবর্তী সরকার এসে তা চালু করবে না । আশঙ্কা প্রকাশ করে একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান । NRC বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও জানিয়েছেন । নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ভিন্ন ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন । ক্ষোভ প্রকাশ করে আবদুল মান্নান বলেন, "মেরুকরণ করে হিন্দুরাষ্ট্র করার চক্রান্ত করছে BJP সরকার । সমস্ত শক্তি একজোট হয়ে এক ছাতার তলায় এসে এর বিরুদ্ধে লড়া উচিত ।"
উল্লেখ্য, 8 জানুয়ারি শ্রমিক সংগঠন গুলির ডাকা সাধারন ধর্মঘটে যোগ দেবে কংগ্রেসও, একথাও জানালেন আবদুল মান্নান । বাম-পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, "সরকারের সর্বদলীয় সভা করা উচিত । ভোটার তালিকার কাজ এই মুহূর্তে রাজ্যে চলছে । মুখ্যমন্ত্রীর অবিলম্বে সর্বদলীয় সভা করে স্বচ্ছ ভোটার তালিকার বার্তা দেওয়া উচিত । ভোটার তালিকায় নাম থাকা রাজ্যের মানুষের অধিকার । ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ দেওয়া যায়না , তেমন শাসকদলের ইচ্ছেমতো নাম ভোটার তালিকায় সংযোজন করাও বেআইনি ।"