কলকাতা, 5 জানুয়ারি : সুনীল মণ্ডল প্রসঙ্গে এবার রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের জন্য লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে তৃণমূল ৷ পুরো বিষয়টি লোক দেখানো বলে কটাক্ষ করেন তিনি ৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন ৷ দল ভাঙিয়ে যাঁদের নিয়েছেন, তাঁরা কেউ পূর্বতন দলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে যাননি ৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই ৷ এখন তিনি লোক দেখানোর জন্য সুনীল মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ৷ "
আরও পড়ুন : দেবী শেটি দেখার পর আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন সৌরভ
একসময় গলসির ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন সুনীল মণ্ডল ৷ কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ এরপর লোকসভার সাংসদও হন । সেই সময় আসরে নামেন আবদুল মান্নান ৷ একাধিক বিরোধী দলের বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় তাঁদের বিধায়ক পদ খারিজের আবেদন করেন তিনি ৷ এমনকী জল গড়ায় আদালত পর্যন্তও ৷ কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি ৷ দলত্যাগবিরোধী আইনেও কোনও ব্যবস্থা নেওয়া যায়নি তাঁদের বিরুদ্ধে ৷
এপ্রসঙ্গে আবদুল মান্নান বলেন, "মুখ্যমন্ত্রীর যা মনে আসে তাই করেন । দৃষ্টি ঘোরানোর জন্য তিনি আজ সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করার চেষ্টা করছেন ৷ তাঁর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভার তৃণমূল কংগ্রেস দলনেতার মাধ্যমে অধ্যক্ষের কাছে আবেদন জানানো হচ্ছে ৷ তিনি মানুষকে বোকা বানাচ্ছেন । যাঁদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না মুখ্যমন্ত্রী । ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই তাঁর । বিনাশকালে বুদ্ধিনাশ মুখ্যমন্ত্রীর । দিশেহারা হয়ে পড়েছেন । বিজেপি দাবি করছে 100 জন বিধায়ক দল ত্যাগ করবেন । দলত্যাগ নিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী ।"