পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরকীয়ার জের, প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ - স্বামীকে শ্বাসরোধ করে খুন নিমতায়

স্বামী অস্ট্রেলিয়ায় শেফের কাজ করেন । সেই সুযোগে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল এক যুবতি । তা জানতে পারায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ । নিমতার ঘটনা ।

Lakhsman
আক্রান্ত লক্ষণ বিশ্বাস

By

Published : Feb 26, 2020, 6:11 PM IST

নিমতা , 26 ফেব্রুয়ারি : কাজের সূত্রে বিদেশে থাকেন স্বামী । সেই সুযোগে জড়িয়ে পড়েছিল একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে । আর সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতেই স্বামীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করল যুবতি ও তার প্রেমিক ।

নিমতার প্রতাপগড়ের বাসিন্দা লক্ষ্মণ বিশ্বাস । কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকেন । অন্যদিকে নিমতার বাড়িতে শাশুড়ির সঙ্গে থাকেন মনীষা । প্রায় 10 বছর আগে তাদের বিয়ে হয় । এরপর কাজের সূত্রে বিদেশে পাড়ি দেয় লক্ষ্মণ । প্রথমদিকে সব ভালোই চলছিল । কিন্তু কয়েক মাস ধরেই মনীষার আচরণে সন্দেহ হয় লক্ষ্মণের । তিনি দেশে ফিরে আসেন । তারপরই স্ত্রীর একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন । এনিয়ে গতকাল তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি । অভিযোগ, এরপরই মনীষা তার প্রেমিককে ডেকে এনে স্বামীকে মারধর করে । এমনকী, শ্বাসরোধ করে স্বামীকে খুনের চেষ্টাও করে । শাশুড়িকেও মারধর করে । এই ঘটনায় নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মণবাবু । ঘটনার পর থেকে পলাতক মনীষা ও তার প্রেমিক ।

2 মে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই হৃদয়পুরে নিজের বাড়িতে খুন হতে হয়েছিল অনুপমকে । ঘটনায় জড়িত ছিল অনুপমের স্ত্রী ও তার প্রেমিক অজিত । লক্ষ্মণবাবুর কথায়, "আজ ভেবেছিলাম মরেই যাব । কিন্তু এক প্রতিবেশীর সাহায্যে প্রাণে বেঁচেছি ।"

ABOUT THE AUTHOR

...view details