কলকাতা 24 অগাস্ট: বাড়ির পাশেই বিদেশি মদের দোকান ৷ সকাল বা সন্ধ্যে সব সময় দোকানের বাইরে লাইন লেগেই থাকে ৷ চলে মদ বিক্রি ৷ লেগে থাকে অশান্তিও৷ আর তাই বিষয়টা ভালো চোখে নেননি পাড়ার কেউই ৷ দোকান তুলে দিতে পুলিশ-প্রশাসনের দরজায় কড়াও নেড়েছিলেন তাঁরা ৷ যদিও প্রতি ক্ষেত্রেই ফিরতে হয়েছিল খালি হাতে৷ সরকারের অনুমতিতেই দোকানটি চালু হয়েছে, এই যুক্তিতে কোনও পদক্ষেপ করা সম্ভব হয়নি । এবার তাই বাধ্য হয়েই হাইকোর্টে আবেদন জানালেন এলাকার এক বাসিন্দা ৷
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা এলাকার ঘোষালারচক গ্রাম ৷ পাড়ার মধ্যে তৈরি হয়েছিল একটি বিদেশি মদের দোকান ৷ অভিযোগ, কয়েকদিন আগে বেশ কয়েকজন মত্ত যুবক করে এলাকায় হুজ্জুতি করে ৷ মহিলাদের কটূক্তি করে ৷ প্রতিবাদ করতে গেলে জোটে বেধড়ক মারধর ৷ স্থানীয় থানায় অভিযোগের পর জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানান ৷ অভিযোগ, গত মাসের 29 তারিখ লিখিত অভিযোগ দায়ের করা হলেও লাভের লাভ কিছু হয়নি । রমরমিয়েই চলছে ওই দোকান ৷ তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন ঘোষালারচক গ্রামের বাসিন্দা প্রভাস সাপুই ৷ অবিলম্বে ওই মদের দোকানটি বন্ধ করার আবেদন তাঁর৷ বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে । আগামী শুক্রবার হতে পারে মামলার শুনানি ৷