কলকাতা, 15 ডিসেম্বর: নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি দলে বেনজির বিদ্রোহ! ভেঙে গিয়েছে ফরওয়ার্ড ব্লক। তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক। নতুন দলের পতাকায় স্থান পেয়েছে কাস্তে-হাতুরি। এই অংশটি রাজ্য বামফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করল। এই নতুন দলের নেতাদের দাবি, বর্তমান ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কমিউনিস্ট বিরোধী এবং তৃণমূল ঘনিষ্ঠ। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে ঘনিষ্ঠতাও রয়েছে ফব নেতাদের। আর তাই পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক পুরনো দল ভেঙে তলায় তলায় সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছে। এরই উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বামফ্রন্টে যুক্ত হওয়ার জন্য বৃহস্পতিবার ফন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিল পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক।
চিঠি দিয়েছেন, রাজ্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুব্রত কুমার দে । চিঠিতে তিনি বিমান বসুকে উদ্দেশ্য করে লিখেছেন, "পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক এই রাজ্যে ক্ষমতাসীন চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও দিল্লিতে ক্ষমতাসীন সম্প্রদায়িক বিজেপির জনবিরোধী সর্বনাশা কার্যকলাপকে প্রতিরোধ করতে বমফ্রন্ট তথা বামপন্থী আন্দোলনের শরিক হতে চায় । এ কারণেই পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক আপনাদের সহযোগিতা চায়। আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণও করতে চায় ৷ একইসঙ্গে পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছে ।"
ফরওয়ার্ড ব্লকের ভিতরে চলা এই অশান্তি মোটেই নতুন কিছু নয়। দলরে 75 বছর পূর্তি উপলক্ষে পুরনো পতাকা বাতিল করে নতুন পতাকাকে মান্যতা দেওয়াকে কেন্দ্র করে দলের অন্দরেই তুমুল তরজা হয়েছে। গত দেড়-দু'বছর কোন্দল দেখে চলেছে দল। রাজ্য নেতৃত্বের উপরে ক্ষোভ প্রকাশ করে গতবছরের শেষ দিকে দল ছাড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি । পরে তিনি কংগ্রেসে যোগ দেন । তাঁর ভাইপো তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজও কাকার আগেই কংগ্রেসের যোগ দিয়েছেন। এছাড়াও ফরওয়ার্ড ব্লকের একসময়ের পরিচিত মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এখন কংগ্রেসের নেতা। সবমিলিয়ে গত 27 মার্চে নতুন এক রাজনৈতিক দল গড়ে ওঠে বঙ্গে । তারই নাম পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক । তারাই এবার বামফ্রন্টের শরিক হতে চেয়ে বিমান বসুকে চিঠি দিল ।
আরও পড়ুন :