কলকাতা, ৬ মার্চ : রাজ্যের পড়ুয়াদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ডোমিসাইল ক্যাটাগরিতে ৯০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিল। আজ ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিল ১৬টি ডিপার্টমেন্ট। তার মধ্যে এই সিদ্ধান্তে ১৩টি ডিপার্টমেন্ট সম্মতি জানিয়েছে। এই সিদ্ধান্তটি আগামী এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তোলা হবে। তারপরে সেটি আচার্য কেশরী নাথ ত্রিপাঠীর কাছে পাঠানো হবে। আজ ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ডিন চিরঞ্জীব ভট্টাচার্য।
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, " আন্ডারগ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ডোমিসাইল থাকবে কিনা সেটা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আমাদের যাঁরা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন, SC, ST, OBC, তাঁদের স্টেট সার্টিফিকেট লাগে। তাঁরা বাই ডিফল্টই ডোমিসাইল হয়ে যাচ্ছে। কিন্তু, যাঁরা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট তাঁদের ক্ষেত্রেই এটা সীমাবদ্ধ। তাই জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের মধ্যে ডোমিসাইল থাকবে কি থাকবে না তানিয়ে আমরা আল্টিমেটলি BOS-এর মতামত চেয়েছিলাম। প্রথম মতামতটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংই দিয়েছিল যে, আমরা ১০০ শতাংশ ডোমিসাইল থাকা উচিত। তারপর সাবসিকুয়েন্টলি ফ্যাকাল্টি কাউন্সিলে ওটা আলোচনার পর সবকটা ডিপার্টমেন্টের মতামত চেয়েছিলাম। সেই মতামতের ভিত্তিতে আজকে আমরা ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে বসেছি।"