কলকাতা, 3 জানুয়ারি: শহরে উদ্ধার বিপুল পরিমাণে বেহিসেবি টাকা ৷ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে রবীন্দ্র সরণি ও এমজির রোডে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় মোট 56 লক্ষ টাকা ৷ তবে এই টাকা কোথা থেকে এল বা কেন এই টাকা কলকাতায় রাখা ছিল, তার কোনও উত্তর পাননি তদন্তকারী আধিকারিকরা ৷ ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police arrested 9 people in connection with huge money recovery) ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রবীন্দ্র সরণি এবং এমজি রোডের একটি গোডাউনে তল্লাশি অভিযান চালানো হয় ৷ ক'দিন ধরে তাদের কাছে খবর ছিল হাওয়ালার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা এই শহরে ঢুকেছে ৷ প্রথমে এমজি রোডের একটি গোডাউন থেকে এক ব্যক্তিকে আটক করা হয় ৷ পরে তাকে রবীন্দ্র সরণির একটি অফিসে নিয়ে গিয়ে সেখান থেকে বাকি 8 জনের হদিশ পান তদন্তকারী আধিকারিকরা ৷ অভিযোগ, রবীন্দ্র সরণিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রথমে 15 লক্ষ টাকা উদ্ধার করা হয় আর বাকি টাকা এমজি রোড থেকে উদ্ধার করা হয় ৷