পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় ব্যাগ ভর্তি 50 লাখ টাকা উদ্ধার - শিয়ালদা আদালত

ব্যাগ থেকে 50 লক্ষ টাকা উদ্ধার কলকাতার ব্রেবন রোড থেকে ৷ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পোস্তা থানার পুলিশ ৷ কীভাবে এই টাকা এল তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ধৃত  মহম্মদ নিজাম
ধৃত মহম্মদ নিজাম

By

Published : Jan 30, 2021, 3:46 PM IST

কলকাতা,30 জানুয়ারি: কলকাতায় ইডেন গার্ডেন্স থেকে অস্ত্র উদ্ধারের 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের ব্যাগ ভর্তি টাক উদ্ধার হল কলকাতার ব্রেবন রোড থেকে ৷

গোপন সূত্রে খবর পেয়ে ব্রেবন রোড পৌঁছায় পোস্তা থানার পুলিশ ৷ সেখানেই মহম্মদ নিজাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা ৷ তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয় ৷ সেই ব্যাগ থেকে মেলে 50 লাখ টাকা ৷ ধৃতকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে আনে পোস্তা থানার পুলিশ ৷ একাধিকবার জেরা করা হলেও মুখ খোলেনি মহম্মদ ৷ আজ শিয়ালদা আদালতে তোলা হবে তাকে ৷

আরও পড়ুন:ইডেন গার্ডেন্স এলাকা থেকে অস্ত্র উদ্ধার

বিধানসভা ভোটের আগে এত টাকা কোথা থেকে এল বা এই টাকা নিয়ে কোথায় যেত মহম্মদ, সেবিষয়েও কোনও সদুত্তর পায়নি পুলিশ ৷ কলকাতা পুলিশের ডিসি রূপেশ কুমার জানান," ব্যাগ থেকে বা ধৃতের কাছ থেকে কোনও নথি উদ্ধার হয়নি ৷ "

ভোটের আগে ব্যাগ ভর্তি টাকা উদ্ধারকে ঘিরে কলকাতা পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details