কলকাতা,30 জানুয়ারি: কলকাতায় ইডেন গার্ডেন্স থেকে অস্ত্র উদ্ধারের 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের ব্যাগ ভর্তি টাক উদ্ধার হল কলকাতার ব্রেবন রোড থেকে ৷
গোপন সূত্রে খবর পেয়ে ব্রেবন রোড পৌঁছায় পোস্তা থানার পুলিশ ৷ সেখানেই মহম্মদ নিজাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা ৷ তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয় ৷ সেই ব্যাগ থেকে মেলে 50 লাখ টাকা ৷ ধৃতকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে আনে পোস্তা থানার পুলিশ ৷ একাধিকবার জেরা করা হলেও মুখ খোলেনি মহম্মদ ৷ আজ শিয়ালদা আদালতে তোলা হবে তাকে ৷