কলকাতা, 9 মে : আগামী 48 ঘণ্টা তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিসহ একাধিক জেলায় আগামী দু'দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ।
গরমে হাঁসফাস দক্ষিণবঙ্গ, তাপপ্রবাহের সতর্কতা ; উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা - high
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় তাপ প্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস ।
আলিপুর আবহাওয়া অফিস জানায়, এই 48 ঘণ্টা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু-তিন ডিগ্রি বেশি থাকবে । আগামী 12 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি । এবং বিহার ও ঝাড়খণ্ডে আগামী 48 ঘণ্টা তাপপ্রবাহ বইবে । তাই পাশের জেলাগুলিতেও তার প্রভাব পড়বে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস ।
পাশাপাশি উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ।