কলকাতা, 23 মার্চ : 3 এপ্রিল ব্রিগেডে জনসভা করবেন নরেন্দ্র মোদি। আজ ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য BJP-র সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, মুকুল রায় সহ দক্ষিণবঙ্গের ১৭ জন প্রার্থী।
BJP-র রথযাত্রা কর্মসূচির শেষ পর্বে ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভা করার কথা ছিল। কিন্তু রথযাত্রা, জনসভা কিছুই হয়নি। তাই এবার প্রথম দফার নির্বাচনের আগেই কলকাতায় সভা করবেন নরেন্দ্র মোদি।