পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আন্তর্জাতিক “চাইল্ড ট্রাফিকিং" রুখল BSF, উদ্ধার 3 নাবালক - আন্তর্জাতিক শিশু পাচার রুখে দিল BSF

কাজের খোঁজে বাংলাদেশ থেকে 3 নাবালক ভারতে প্রবেশ করেছে ৷ সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে ৷ ওই 3 জনকে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

3 rescued by BSF from international child trafficking racket
আন্তর্জাতিক “চাইল্ড ট্রাফিকিং" রুখে দিল BSF

By

Published : Sep 3, 2020, 12:06 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : শিশু ও মানব পাচারচক্র ৷ সীমান্তবর্তী এলাকাতে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি ৷ গতরাতে পাচার হওয়া 3 নাবালককে উদ্ধার করল BSF ৷ 179 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা পেট্রাপোল বর্ডার এলাকা থেকে উদ্ধার হয় ৷ ওই তিনজনকে বনগাঁ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই 3 জন শিশু পাচারের শিকার হয়েছে ৷ বাংলাদেশ ও ভারতের দুই দালালকে টাকা দিয়েছে তারা ৷

জানা গেছে, পেট্রাপোল বর্ডারের কাছে BSF জওয়ানেরা তিনজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ৷ তারা সীমান্ত পার হয়ে ভারতের দিকে ঢুকছিল ৷ তাদের থামিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করায় মিথ্যে কথা বলে ৷ বনগাঁ থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয় ৷ ওই তিন জন খুলনা জেলার ঘুটুদিয়া গ্রামের বাসিন্দা ৷ নাম আবুল হাসান গাজি(16), মোস্তাফা গাজি(16) এবং মোস্তাক হালদার(14) ৷

পুলিশ সূত্রে জানা গেছে, কোভিড পরিস্থিতিতে বাংলাদেশে ওই 3 নাবালকেরা কোনও কাজ পাচ্ছিল না ৷ কাজকর্ম নেই বলে বাড়িতে ঠিকমতো খাবারও জুটছে না ৷ তাই ভারতে শ্রমিকের কাজ করার জন্য বাংলাদেশী এক দালালকে 2 হাজার টাকা দেয় ৷ তারাই সীমান্ত পার করে দেয় ৷ এছাড়াও ভারতে বসবাসকারী আরও এক দালালের নাম নেয় ৷

ABOUT THE AUTHOR

...view details