পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

25 ডিসেম্বর মেট্রো পরিষেবা কমলেও বাড়ানো হল শেষ মেট্রোর সময়

25th December Extended Last Metro Timings: 25 ডিসেম্বর বড়দিনে শেষ মেট্রোর সময়সীমা বাড়ানো হচ্ছে ৷ তবে, অন্যান্য ছুটির দিনের মতো, পরিষেবা কম থাকবে ৷ আজ কলকাতা মেট্রো রেলের তরফে একথা জানানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 10:55 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: আর মাত্র 5 দিন ৷ আগামী সোমবার 25 ডিসেম্বর অর্থাৎ, বড়দিন ৷ ইতিমধ্যে, আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট-সহ ময়দান চত্বর ৷ তবে, উৎসবের দিনে মেট্রোর সংখ্যা বাড়াচ্ছে না কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ বরং মেট্রোর সংখ্যা কমিয়ে দিচ্ছে রেল ৷ তবে, রাতের শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে ৷ এই দিনটিতে পার্ক স্ট্রিট এলাকা ভিড়ে উপচে পড়ে ৷ উৎসব মুখর কলকাতা ও তাঁর সংলগ্ন এলাকার নারগিকদের সুবিধার্থে বড়দিনের অনেক রাত পর্যন্ত মেট্রো চলবে ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অর্থাৎ, কলকাতা মেট্রোর ব্লু-লাইনের আপ ও ডাউনে এই দিন 288টির বদলে 194টি মেট্রো চলবে ৷ সোমবার হলেও, ছুটির দিন বলে মেট্রো পরিষেবা কম থাকবে ৷ আর 194টির মধ্যে 97টি আপ ও 97টি ডাউন লাইনে চলবে ৷

বড়দিনে প্রথম মেট্রো পরিষেবা:

  • দমদম স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6.55 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল 8:55 মিনিটে ৷
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6.50 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল 9টার সময় ৷
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6.50 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল 9 টা থেকে ৷
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 7 টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 9 টার সময় ৷

বড়দিনের শেষ মেট্রো পরিষেবা:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.28 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে 10:58 মিনিটে ৷
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.30 মিনিটের বদলে রাত 11 টার সময় ছাড়বে ৷
  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 11.10 মিনিটে ৷
  • কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 11.10 মিনিটে ৷

আরও পড়ুন:

  1. কলকাতা মেট্রোর টোকেনে চন্দ্রযান-3 লোগো, কেনা যাবে স্মারক হিসেবেও
  2. ইতিহাস গড়ে গঙ্গার নীচ দিয়ে ছুটল রেক, মেট্রো রেলপথে জুড়ে গেল এপার-ওপার

ABOUT THE AUTHOR

...view details